পঞ্চাশ হাজার সমর্থকের ভীড়ে বেলগ্রেডে চ্যম্পিয়ন দলের 'ব্রিগেড সমাবেশ'

ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের জন্য ফিফা অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে সার্বিয়া। তাই দেশে ফিরে বীরের সংবর্ধনা পেল সার্বিয়ার অনূর্ধ্ব ২০ দল। পঞ্চাশ হাজার সমর্থক বেলগ্রেডের সিটি হলের সামনে হাজির হয়ে অভ্যর্থনা জানান চ্যাম্পিয়ন দলকে। 

Updated By: Jun 24, 2015, 12:45 PM IST
পঞ্চাশ হাজার সমর্থকের ভীড়ে বেলগ্রেডে চ্যম্পিয়ন দলের 'ব্রিগেড সমাবেশ'

ব্যুরো: ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের জন্য ফিফা অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে সার্বিয়া। তাই দেশে ফিরে বীরের সংবর্ধনা পেল সার্বিয়ার অনূর্ধ্ব ২০ দল। পঞ্চাশ হাজার সমর্থক বেলগ্রেডের সিটি হলের সামনে হাজির হয়ে অভ্যর্থনা জানান চ্যাম্পিয়ন দলকে। 

অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে জমকালো সংবর্ধনা পেল সার্বিয়া। সোমবারই বেলগ্রেডে পা রাখেন সার্বিয়ান ফুটবলাররা। বেলগ্রেড সিটি হলের ব্যালকনিতে যখন সার্বিয়া দল পৌছয় তখন তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন পঞ্চাশ হাজার সমর্থকরা। ফুটবলারদের কাছে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন সার্বিয়ানরা। চ্যাম্পিয়ন হয়ে তাদের স্বপ্নপূরণ হয়েছে বলে জানান কোচ ভেলজকো পাউনোভিচ। শনিবার ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় সার্বিয়া।

.