Shahbaz Ahmed, IND vs SA: ধোনির রাঁচিতেই প্রতীক্ষিত অভিষেক, শুরুতেই জাত চেনালেন শাহবাজ
অবশেষে বহু প্রতীক্ষিত অভিষেক করলেন হরিয়ানার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। এদিন রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাঁকে নিয়েই হল দল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার (IND VS SA) চলতি সিরিজের প্রথমার্ধ শেষ। তিন ম্যাচের টি-২০ সিরিজ প্রোটিয়া বাহিনী ২-১ হেরেছে। এবার শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতকে হারতে হয়েছে। রবিবার অর্থাৎ আজ ধোনির শহর রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে (JSCA International Stadium Complex, Ranchi) চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচ। দক্ষিণ আফ্রিকা সিরিজে যে ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে, সেখানে ব্যাটার রজত পতিদার (Rajat Patidar), জোরে বোলার মুকেশ কুমার (Mukesh Kumar) ও অলরাউন্ডার শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed) মতো নতুন মুখ রয়েছেন। তিন ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দারুণ পারফরম্য়ান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে রাঁচিতে প্রথম একাদশে ঢুকে পড়লেন শাহবাজ। জাতীয় দলে অভিষেক করলেন হরিয়ানার অলরাউন্ডার। তাঁর হাতে ডেবিউ ক্যাপ তুলে দিলেন অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
শাহবাজ বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছেন। তারই পুরস্কার পেলেন তিনি। এদিন রবি বিষ্ণোই ও রুতুরাজ গায়কোয়াড়কে বসিয়েছে ভারত। তাঁদের জায়গায় এসেছেন শাহবাজ ও ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ডার শাহবাজ আইপিএলে আরসিবি-র হয়ে ২১৯ রান করেছেন ১২০.৯৯-এর স্ট্রাইক রেটে। তুলে নিয়েছেন চার উইকেট। ২০১৮ সালে শাহবাজ লিস্ট এ অভিষেক করেন। ৬৬২ রান করেছেন ২৭ ম্যাচে। গড় ৪৭.২৮। হরিয়ানার ক্রিকেটারের ২৪টি উইকেট রয়েছে। ইকোনমি ৪.৫০। চলতি বছর রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরদ্ধে সেমিফাইনালে বাংলার হয়ে সেঞ্চুরিও করেন শাহবাজ। এদিন টেম্বা বাভুমা খেলছেন না। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন কেশব মহারাজ। ভারত এদিন টস হেরে প্রথমে বল করছে। দক্ষিণ আফ্রিকা ১৬ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে। ওপেনার কুইন্টন ডি কক পাঁচ রান করে বোল্ড হয়ে যান মহম্মদ সিরাজের বলে। জেনম্যান মালানকে এলবিডব্লিউ করে দেন শাহবাজ। মালান ৩১ বলে ২৫ করে ফিরে যান।
(প্রতিবেদনে ম্যাচ সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে, তা প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আপডেটেড)