Shane Warne's Funeral: মেলবোর্নে ওয়ার্নের শেষকৃত্য, এলেন বর্ডার থেকে ম্যাকগ্রা

শেন ওয়ার্নের শেষকৃত্যে (Shane Warne's Funeral) হাজির ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন মহারথীরা।

Updated By: Mar 20, 2022, 05:17 PM IST
Shane Warne's Funeral: মেলবোর্নে ওয়ার্নের শেষকৃত্য, এলেন বর্ডার থেকে ম্যাকগ্রা
শেন ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হল মেলবোর্নে

নিজস্ব প্রতিবেদন: শেন ওয়ার্নের শেষকৃত্য় (Shane Warne's Funeral) সম্পন্ন হল মেলবোর্নে। কিংবদন্তি স্পিন জাদুকরকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ৮০ জন আমন্ত্রিত অতিথি। এসেছিলেন ওয়ার্নের তিন সন্তান জ্যাকসন, ব্রুক এবং সামার। (Jackson, Brooke and Summer)। শেনের মা-বাবা কিথ ও ব্রিজেট (Keith and Brigette) ছিলেন এই ব্যক্তিগত অনুষ্ঠানে। 

অস্ট্রেলিয়া দলের প্রাক্তন মহারথীদের মধ্যে এদিন দেখা গেল মার্ক টেলর (Mark Taylor), অ্যালান বর্ডার (Allan Border), মাইকেল ক্লার্ক (Michael Clarke), মার্ভ হুজেস (Merv Hughes), গ্লেন ম্য়াকগ্রা ( Glenn McGrath), মার্ক ওয়া (Mark Waugh) ও ইয়ান হিলিরা (Ian Healy)। ছিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। এদিন সেন্ট কিডা ফুটবল ক্লাবে  (St Kilda Football Club) এই অনুষ্ঠান হয়েছে। কারণ এই ক্লাবের সঙ্গে ওয়ার্নের আজীবন সম্পর্ক ছিল।

আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। এমসিজি-র গ্রেট সাউদার্ন স্ট্যান্ডটি ওয়ার্নের নামে নামাঙ্কিত হবে ওদিন। গত ৪ মার্চ ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন! আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। থাইল্যান্ডের (Thailand) কো সামুই দ্বীপের ভিলায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল ওয়ার্নকে। দ্রুত সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সহকারীরা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওয়ার্ন প্রয়াত হন।

ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালে। বাইশ গজের সর্বকালের সেরাদের মধ্য়ে ছিলেন ওয়ার্ন। ১৫৪টি টেস্টে ৭০৮টি টেস্ট উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর ঝুলিতে। লাল বলের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওয়ার্নের আগে রয়েছেন দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি মুথাইয়া মুরলীথরন। মুরলীর ঝুলিতে রয়েছে ৮০০ উইকেট। ওয়ানডে ক্রিকেটেও দারুণ সফল ওয়ার্ন। ১৯৪ ম্যাচে ২৯৩টি উইকেট নিয়েছেন তিনি। 

আরও পড়ুন: IPL 2022, Moeen Ali: এই কারণেই ধোনির দলের বিশ্বস্ত যোদ্ধার ভারতে আসা পিছিয়ে যাচ্ছে!

আরও পড়ুনFootball Gallery Collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দর্শকভর্তি গ্যালারি! ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.