`রাখে হরি মারিয়াকে`- সেমিতে ওঠা শারাপোভা এখন প্রত্যাবর্তনের প্রতীক

এভাবেও ফিরে আসা যায়। এই স্লোগানটাই বোধহয় ফরাসি ওপেনে মারিয়া শারাপোভা কে নিয়ে সেরা স্লোগান হয়ে গেছে। শেষ ষোলোয় সামন্থা স্তোসুরের বিরুদ্ধে যেভাবে প্রায় হারা ম্যাচ জিতে নিয়েছিলেন, সেই কায়দাতেই কোয়ার্টার ফাইনালেও মহাপ্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতে নিলেন মারিয়া শারাপোভা।

Updated By: Jun 3, 2014, 10:36 PM IST

--------------------------------------------
এভাবেও ফিরে আসা যায়। এই স্লোগানটাই বোধহয় ফরাসি ওপেনে মারিয়া শারাপোভা কে নিয়ে সেরা স্লোগান হয়ে গেছে। শেষ ষোলোয় সামন্থা স্তোসুরের বিরুদ্ধে যেভাবে প্রায় হারা ম্যাচ জিতে নিয়েছিলেন, সেই কায়দাতেই কোয়ার্টার ফাইনালেও মহাপ্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতে নিলেন মারিয়া শারাপোভা। সেমিফাইনালে ওঠার ম্যাচের শুরুটা মাশার খেলা দেখে কমেন্টেররা বলতে শুরু করেছিলেন মারিয়া বোধহয় কাল রাতে ভাল করে ঘুমোয়নি।

প্রথম সেটে ১-৬ নাদালের দেশের অবাছাই খেলোয়াড় গারবাইন মুগুরুজার বিরুদ্ধে হেরে শুরু করেছিলেন শারাপোভা। দ্বিতীয় সেটের প্রথম চারটে গেমেও খুব খারাপ খেলছিলেন রাশিয়ার টেনসি সুন্দরী। তখন চারিদিকে আলোচনা সেরেনা উইলিয়ামস,রজার ফেডেরারের পর আরও একটা ইন্দ্রপতন ঘটাটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এরপরই মহাপ্রত্যাবর্তন ঘটান মারিয়া। দ্বিতীয় সেটে ০-৪ পিছিয়ে থাকার পর মারিয়া পরের আটটা গেমের মধ্যে জেতেন সাতটাতে। জিতে নেন ৭-৫ গেমে। নির্ণায়ক তৃতীয় সেটে মাশাকে অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তৃতীয় সেটে শারাপোভা জেতেন ৬-১। অর্থাত্‍ যে ম্যাচের প্রথম দশটা গেমের মধ্যে শারপোভা হেরেছিলেন ৯টাতে, সেই ম্যাচেরই শেষ ১৫টা গেমের মধ্যে রাশিয়ান সুন্দরী জেতেন ১৩টিতে।

সেমিফাইনালে মারিয়া শারপোভার প্রতিদ্বন্দ্বী ইগুয়ান বাউচার্ড। এদিকে পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন রাফায়েন নাদাল, অ্যান্ডি মারে। রজার ফেডেরারকে হারিয়ে চমকে দেওয়া লটবিয়ার আর্নেস্ট গুলবিস।

.