ছেলের প্রথম ছড়া 'জনি জনি...' শুনে খুশিতে গদগদ গব্বর

Updated By: Mar 21, 2016, 06:45 PM IST
ছেলের প্রথম ছড়া 'জনি জনি...' শুনে খুশিতে গদগদ গব্বর

 "জনি জনি, ইয়েস পাপা", প্রথম আবৃতিতেই 'পাপা' শুনে খুশিতে গদ-গদ গব্বর।   

ভারতীয় ক্রিকেট দলের গব্বর, শিখর ধাওয়ান। ম্যাচে রান আসছে না শিখরেরে ব্যাট থেকে। এশিয়া কাপের ম্যান অব দ্য ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও দাগ কাটতে পারেননি। সংবাদপত্রে লেখালেখি হচ্ছে, গব্বরকে চান্স দিচ্ছেন ধোনি, এবার সফল না হলে অন্য কোনও কম্বিনেশনে মাঠে নামবে ভারত। চাপের মধ্যেই গব্বরের 'দিল খুশ'। ছেলের ছড়া শুনে খুশি শিখর ধাওয়ান। টুইটে ছেলের ছবি পোস্টও করেছেন ধাওয়ান।

ছেলের আবৃতি শুনে খুশি ধাওয়ান, এবার অপেক্ষা, তাঁর ব্যাটিং কতটা খুশি করে ক্রিকেটপ্রেমীদের।

 

 

.