শিল্পা শেট্টির বিরুদ্ধে গড়াপেটার প্রমাণ মিলেছে, দাবি পুলিসের

রাজ কুন্দ্রার পর এবার গড়াপেটার প্রমাণ পাওয়া গেল তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে। এমনটাই দাবি করেছে দিল্লি পুলিস। পুলিস কমিশনার নীরজ কুমার জানিয়েছেন কুন্দ্রার বন্ধু উমেশ গোয়েঙ্কাকে জেরা করে এব্যাপারে তথ্য পাওয়া গেছে। উমেশ পুলিসকে জানিয়েছেন শিল্পা শেট্টি এবারের আইপিএলে গড়াপেটার জন্য এক লাখ টাকা ব্যয় করেছিলেন। পুলিস অবশ্য সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে।

Updated By: Jun 8, 2013, 07:52 PM IST

রাজ কুন্দ্রার পর এবার গড়াপেটার প্রমাণ পাওয়া গেল তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে। এমনটাই দাবি করেছে দিল্লি পুলিস। পুলিস কমিশনার নীরজ কুমার জানিয়েছেন কুন্দ্রার বন্ধু উমেশ গোয়েঙ্কাকে জেরা করে এব্যাপারে তথ্য পাওয়া গেছে। উমেশ পুলিসকে জানিয়েছেন শিল্পা শেট্টি এবারের আইপিএলে গড়াপেটার জন্য এক লাখ টাকা ব্যয় করেছিলেন। পুলিস অবশ্য সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে স্ত্রী শিল্পার জন্মদিনে নিজের কাণ্ডের জন্য ক্ষমা চাইলেন রাজ কুন্দ্রা। পরে অবশ্য নিজেকে নির্দোষও বলে দাবি করেছেন শিল্পা পতি
শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে ইতিমধ্যেই জেরা করেছে পুলিস। গড়াপেটার বিষয়টি তিনি পুলিসের কাছে স্বীকারও করেছেন।  একের পর এক ফ্র্যাঞ্চাইজি-র বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের  অভিযোগ ওঠায় বিরক্ত নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ খান। তিনি জানিয়েছেন স্পট ফিক্সিং বিষয়টাই অত্যন্ত জঘন্য।  যাঁরা এই কাজে জড়িত তাদের কড়া শাস্তির দাবি করেছেন নাইটের কর্ণধার।
অপরদিকে জামাইয়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে বোর্ড সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘটনাকে কিছুতেই মেনে নিতে পারেননি এন শ্রীনিবাসন। তিনি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের ক্রিকেট কর্তাদের চাপে ফেলতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। শ্রীনিবাসনের অভিযোগের তির উত্তরাঞ্চলের কর্তাদের বিরুদ্ধে।  

.