হেলমেট ছাড়াই ব্যাটিং! অল্পের জন্য রক্ষা পেলেন শোয়েব মালিক
তবে ড্রেসিংরুমে ফিরে অসুস্থ বোধ করায় দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিং করতে নামেননি তারকা অলরাউন্ডার। যদিও পাক শিবির থেকে জানানো হয়েছে এখন সুস্থ আছেন শোয়েব।
নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য বড়সড় আঘাত থেকে বাঁচলেন শোয়েব মালিক। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচ চলাকালীন মাথার পেছন দিকে আঘাত পান পাক অলরাউন্ডার।
আরও পড়ুন- এখনও বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না বিরাটের এই 'প্রাক্তন প্রেমিকা'
মালিক যখন ব্যাট করতে নামেন তখন বল করছিলেন কিউই স্পিনাররা। তাই হেলমেট বা টুপি না পরেই নামেন শোয়েব। রান নেওয়ার সময় পয়েন্ট থেকে কলিন মুনরোর ছোঁড়া থ্রো সরাসরি দিয়ে লাগে মালিকের মাথায় পেছনে। পাক অলরাউন্ডারের মাথায় লেগে বল বাউন্ডারির বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পরেন অভিজ্ঞ এই ক্রিকেটার। মাঠেই তাঁর চিকিৎসা চলে। তারপর অবশ্য ব্যাটও করেন শোয়েব। তবে ড্রেসিংরুমে ফিরে অসুস্থ বোধ করায় দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিং করতে নামেননি তারকা অলরাউন্ডার। যদিও পাক শিবির থেকে জানানো হয়েছে এখন সুস্থ আছেন শোয়েব।
Glad you’re okay bro @realshoaibmalik had us all worried #NZvPAK
— Wahab Riaz (@WahabViki) January 16, 2018
খেলার খবর জানতে রাত ১১টায় দেখুন 'স্পোর্টস ২৪'