গলফে দু'সপ্তাহে দু'টি বিশ্বখেতাব, ইতিহাসে হরিয়াণার দুধ বিক্রেতার ১০ বছরের পুত্র
ইতিহাস তৈরি করল খুদে ভারতীয় গলফার শুভম জগলন। লাস ভেগাসে আইজেজিএ ওয়ার্ল্ড স্টারস অফ জুনিয়র গলফ ইভেন্ট জিতে নিল হরিয়াণার গ্রামের সাধারণ দুধ বিক্রেতা ১০ বছরের এই ছেলে।
ওয়েব ডেস্ক: ইতিহাস তৈরি করল খুদে ভারতীয় গলফার শুভম জগলন। লাস ভেগাসে আইজেজিএ ওয়ার্ল্ড স্টারস অফ জুনিয়র গলফ ইভেন্ট জিতে নিল হরিয়াণার গ্রামের সাধারণ দুধ বিক্রেতা ১০ বছরের এই ছেলে।
গত সপ্তাহের শনিবার ক্যালিফোর্নিয়ায় জুনিয়র ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপস জিতেছে শুভম।
''এক বছরের কঠোর পরিশ্রমের ফল পেলাম। স্বপ্ন সত্যি হল। আমার পরিবার, কোচ এবং স্কুলের সাহায্য ছাড়া এই সাফল্য পাওয়া সম্ভব ছিল না। তাঁদের সাহায্যেই আজ আমি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে। আমার বাবার অবদান বর্ণনা করা যাবে না।'' মন্তব্য আপ্লুত শুভমের।
প্রাক্তন গলফার ননিতা লাল কুরেশি গত তিন বছর ধরে শুভমের কোচের দায়িত্বে আছেন। পাঁচ বছর বয়সেই গলফে হাতেখড়ি এই ছোট্ট তারকার। চাষের মাঠেই প্র্যাকটিস করা শুরু করে সে। এখনও পর্যন্ত ১০০টি টুর্নামেন্ট জিতেছে শুভম।