IND vs PAK | Asia Cup 2023: 'ওয়ার্ল্ড-ক্লাস, আমরা সবাই শ্রদ্ধা করি'! এই পাক মহানক্ষত্রকে কুর্নিশ শুভমনের

Shubman Gill Gives Verdict On Babar Azam Ahead Of IND vs PAK Asia Cup 2023: মহাযুদ্ধের আগে ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশের ভূয়সী প্রশংসা করলেন শুভমন গিল। বলে দিলেন সেই তারকা বিশ্বমানের ক্রিকেটার। সবাই তাঁকে শ্রদ্ধা করে।

Updated By: Sep 10, 2023, 01:48 PM IST
IND vs PAK | Asia Cup 2023: 'ওয়ার্ল্ড-ক্লাস, আমরা সবাই শ্রদ্ধা করি'! এই পাক মহানক্ষত্রকে কুর্নিশ শুভমনের
অকপট গিলের প্রশংসা প্রতিপক্ষের ক্রিকেটারকে নিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলির (Virat Kohli) অনেক পরেই বাবর আজমের (Babar Azam) ক্রিকেটীয় উত্থান। তবুও বাবর নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। তাঁর সঙ্গে প্রায়ই চলে বিরাটের তুলনা। আন্তর্জাতিক ওয়ানডে ফরম্য়াটে বাবর এখন বিশ্বের এক নম্বর। তাঁর নেতৃত্বে পাকিস্তান পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিশ্বের দু'নম্বর। ভারত তার পরে তিনে। চলতি এশিয়া কাপেও ( Asia Cup 2023) বাবর আছেন চেনা ছন্দেই। তাঁর ব্য়াট বুঝে নিচ্ছে প্রতিপক্ষের বোলারদের। তিন ম্য়াচের দুই ইনিংস মিলিয়ে বাবর ৮৪-র গড়ে করেছেন ১৬৮ রান। ভারত-পাক (IND vs PAK | Asia Cup 2023) সুপার ফোর মহারণের আগে বাবরের ভূয়সী প্রশংসা করলেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill)। 

আরও পড়ুন: IND vs PAK | Asia Cup 2023: 'আপনি এরকম বলতে পারেন না' ! বাবরের স্টেপআউটে বড় খবর হয়ে গেল

শুভমনকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে, বাবর আজমের খেলা তিনি বা তাঁর দল ফলো করে কিনা! যার উত্তরে শুভমন বলে ন, 'অবশ্য়ই বাবর আজমকে আমরা ফলো করি। যখন কোনও প্লেয়ার ভালো করে, তখন সবাই তাকে দেখে, এটা বোঝার চেষ্টা করে, কেন সে এত ভালো করছে। কোথায় তার বিশেষত্ব। বাবরের জন্য়ও একই কথা প্রযোজ্য়। ও ওয়ার্ল্ড-ক্লাস, আমরা সবাই শ্রদ্ধা করি' 'মাদার অফ অল ব্যাটল' দিয়েই এশিয়া কাপের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। গত রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টিস্নাত ক্যান্ডিতে প্রথমে ব্যাট করে, ভারত করে ২৬৬ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে একটি বলও করা সম্ভব হয়নি। অবশেষে বৃষ্টিতে ম্যাচ বাতিল হয়ে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ম্য়াচে পাক পেসারদের দাপটে ভারত ব্য়াট করতে নেমে হামাগুড়ি দিয়েছিল মাঠে। ৬৬ রানে চলে গিয়েছিল দলের চার উইকেট। এরপর হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিশান দলের মুখরক্ষা করেন। তাঁরা ১৩৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ৯০ বলে ৮৭ করে আউট হন হার্দিক। অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ১টি ছয় মেরেছিলেন হার্দিক। ব্য়াট করেছিলেন ৯৬.৬৬-এর স্ট্রাইক রেটে। ৮১ বলে ৮২ রান (৯টি চার ও ২টি ছয়) করে আউট হয়ে যান ঈশান। দুই ক্রিকেটারই অল্পের জন্য় সেঞ্চুরি মাঠে রেখে এসেছিলেন।

সুপার ফোরে ভারত-পাক ম্য়াচে ভারতের কী পরিকল্পনা থাকবে? শুভমন বলেন, 'আমাদের পরিকল্পনা একই থাকবে। একটা সলিড মঞ্চ তৈরি করে আধিপত্য দেখানো। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্য়াচে আমাদের টপ অর্ডার ভালো করতে পারেনি। তবে আমরা ২৬০ রানের (২৬৬) কাছাকাছি করেছিলাম। ৩১০-৩২০ করার মতো উইকেট ছিল। এগুলো ভালো দিক হিসেবেই দেখতে পারি।' এদিন ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে।  বৃষ্টির জন্য় যদি সময় নষ্ট হয়, তাহলে ম্য়াচের সময় সর্বোচ্চ ৯০ মিনিট পর্যন্ত বাড়ানো যাবে। তবে তারপরেও যদি শেষ না করা যায়, তাহলে এদিন ম্য়াচ ঠিক যেখানে শেষ হবে, ঠিক সেখান থেকেই আগামিকাল অর্থাৎ সোমবার খেলা শুরু হবে। কারণ সুপার ফোরে রিজার্ভ ডে রয়েছে। আজ যদি একটিও বল না হয়, তাহলে পুরো ম্য়াচই হবে সোমবার। যদিও ম্য়াচ আধিকারিকরা আপ্রাণ চেষ্টা করবেন নিয়ম এবং প্রকৃতির লড়াইয়ের মাঝেও রবিতেই খেলার ফয়সলা করতে।

আরও পড়ুন: IND vs PAK | Asia Cup 2023: নাছোড়বান্দা বৃষ্টি এবারও ধাওয়া করছে... রবির অসমাপ্ত গল্প কি সোমে লেখা হবে‌!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.