Shubman Gill | IND vs NZ: গিলের রেকর্ড সেঞ্চুরিতে ঐতিহাসিক জয় ভারতের, লজ্জার হারেই সিরিজ খোয়াল নিউজিল্যান্ড!

Shubman Gill's Maiden T20I Century: শুভমান গিল আবারও জ্বলে উঠলেন ব্যাট হাতে। তাঁর প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরিতে ভারত হেসে খেলে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জিতে নিল অবলীলায়।

Updated By: Feb 1, 2023, 11:00 PM IST
Shubman Gill | IND vs NZ: গিলের রেকর্ড সেঞ্চুরিতে ঐতিহাসিক জয় ভারতের, লজ্জার হারেই সিরিজ খোয়াল নিউজিল্যান্ড!
সেঞ্চুরির পর গিলের উচ্ছ্বাস। ছবি-বিসিসিআই

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ব্যাটিংয়ের ভবিষ্যৎ! এই ক্যাটেগরিতেই রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। প্রতি ম্যাচেই গিল প্রমাণ করে দিচ্ছেন যে, কেন তাঁর ওপর প্রত্যাশার পারদ গগনচুম্বী হয়ে যাচ্ছে। সেঞ্চুরি করাটাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন বছর তেইশের পঞ্জাব পুত্তর। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) ভারত-নিউজিল্যান্ড চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। ডু-অর-ডাই ম্যাচে, যে জিতত, সেই নাম লেখাত সিরিজ। এই ছিল ম্যাচের ভবিতব্য। সেই ম্যাচেই ফের জ্বলে উঠল গিলের ব্যাট। তাঁর শতরানে ভর করেই ভারত নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে গেল মাত্র ৬৬ রানে। ভারত জিতল ১৬৮ রানে। তৈরি হল নতুন রেকর্ড। রানের বিচারে আইসিসি-র পূর্ণ সদস্য মর্যাদাসম্পন্ন দেশগুলির বিরুদ্ধে  এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। অতীতে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিলে ভারত। ওয়ানডে-র পর এবার টি-২০ সিরিজেও ভারতের কাছে লজ্জার হার নিউজিল্যান্ডের। 

এদিন টস জিতে হার্দিক ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়ে ছিলেন মিচেল স্যান্টনারদের। ঈশান কিশান ও গিল ওপেন করতে নামেন। তবে ঈশান মিশেল ব্রেসওয়েলের বলে মাত্র ১ রানে এলবিডব্লিউ হয়ে যান। গিলকে সঙ্গ দিতে তিনে নেমেছিলেন রাহুল ত্রিপাঠী। রাহুল ২২ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান। ঈশ সোধির বলে লকি ফার্গুসনের হাতে ক্যাচ তুলে দেন। গিল একটা প্রান্ত ধরে রেখেছিলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলার মানসিকতা নিয়েই তিনি মাঠে নামেন। এদিন গিল তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে প্রথম শতরানের স্বাদ পেলেন। মাত্র ৫৪ বলে শতরান করে ফেলেন তিনি। পঞ্চম ভারতীয় হিসাবে দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তিন রানের অংকের দেখা পেলেন। এদিন গিল ২০০-র স্ট্রাইক রেটে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন। ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকালেন গিল। নিউজিল্যান্ডের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনলেন অবলীলায়। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল এর আগে বিরাট কোহলির। গতবছর তিনি এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন ১২২ রান। সেটিই ছিল কোহলির জীবনের প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি। কোহলিকে মাত দিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নিলেন গিল। এদিন গিলকে সঙ্গ দেন আরও দুই ব্যাটার। চারে নেমে সূর্যকুমার যাদব ১৩ বলে ২৪ রানের ক্যামিয়ো ইনিংস খেলে ফিরে যান। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ১৭ বলে ঝোড়ো ৩০ রানের ইনিংস খেলেন। 

আরও পড়ুনCAB | U-19 T20 World Cup 2023: বিশ্বজয়ী তিন বঙ্গকন্যাকে মোটা অংকের নগদ পুরস্কার দিচ্ছে সিএবি

ভারতের রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ এদিন তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায়। মাত্র ২১ রানে চলে যায় দলের প্রথম পাঁচ উইকেট। পরের পাঁচ উইকেট যায় ৪৫ রানে। গোটা ২০ ওভারও খেলতে পারেনি নিউজিল্যান্ড। ১২.১ ওভারে ৬৬ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা। ভারতীয় বোলাররা আহমেদাবাদে জুজু হয়ে গিয়েছিলেন কিউয়ি ব্যাটারদের সামনে। হার্দিক একাই তুলে নিলেন চার উইকেট। অর্শদীপ সিং, শিবম মাভি ও উমরান মালিক পেলেন দুই উইকেট করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.