টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখলেন কিং কোহলি; ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন স্টিভ স্মিথ
বিরাট কোহলির থেকে মাত্র ৯ রেটিং পয়েন্ট দূরে রয়েছেন স্মিথ।
নিজস্ব প্রতিবেদন : ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজ শুরুর আগে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ক্যাপ্টেন কোহলির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন এক বছরের নির্বাসন কাটিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করা স্টিভ স্মিথ।
পয়লা অগাস্ট থেকে শুরু হয়ে গিয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে ২২ অগাস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করার আগে সুখবর কোহলির জন্য আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর জায়গা ধরে রাখলেন তিনি। ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে কিং কোহলি।
কোহলির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন অ্যাসেজে স্বপ্নের ফর্মে থাকা অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তন টেস্টে এজবাস্টনে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছিলেন। লর্ডসে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৯২ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে কনকাশন সাবস্টিটিউট হওয়ায় ব্যাটিং করেননি স্মিথ। তিন ইনিংসে স্মিথের রান ৩৭৮। ৯১৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন স্টিভ স্মিথ। বিরাট কোহলির থেকে মাত্র ৯ রেটিং পয়েন্ট দূরে রয়েছেন স্মিথ।
RANKINGS UPDATE
Steve Smith has climbed to No.2 on the @MRFWorldwide ICC Test Rankings!
Full details https://t.co/S04CshYuZE
— ICC (@ICC) August 19, 2019
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসেই রান করতে ব্যর্থ হন কিউই অধিনায়ক। তাই তাঁকে সরিয়ে দুই নম্বরে উঠে আসেন স্টিভ স্মিথ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম দশে বিরাট কোহলি ছাড়া ভারতীয়দের মধ্যে রয়েছেন একমাত্র চেতেশ্বর পূজারা৷ পাঁচ নম্বরে রয়েছেন তিনি।
আরও পড়ুন - টেস্ট সিরিজে ব্যাকআপ বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে থেকে গেলেন সাইনি