বল বিকৃতি কাণ্ডে দোষী স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফ্ট দেশে ফিরছেন, কোচ থাকছেন লেম্যানই
মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড জানান, "মাত্র তিন জন ক্রিকেটার ঘটনার সঙ্গে জড়িত ছিল। ঘটনার গুরুত্ব মাথায় রেখেই আমরা শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেব।"
নিজস্ব প্রতিবেদন : 'স্যান্ডপেপার গেট' কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফ্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় দেশে ফিরছেন তিন অজি ক্রিকেটার। স্মিথ-ওয়ার্নারদের শাস্তির মেয়াদ কতদিন তা জানা যাবে বুধবারই। নির্দোষ প্রমানিত হওয়ায় অজি দলের কোচ থাকছেন ড্যারেন লেম্যান।
Smith, Warner and Bancroft charged and sent home from South Africa in wake of Cape Town ball-tampering scandal, writes @samuelfez https://t.co/Y471v90j9g
— cricket.com.au (@CricketAus) March 27, 2018
শনিবার কেপ টাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফ্টকে হলুদ টেপ দিয়ে বল ঘষতে দেখা যায়। ভিডিও ফুটেজে পুরোটা ধরা পড়ার পরেই তোলপাড় শুরু হয়ে যায় ক্রিকেট বিশ্বে। বল বিকৃতির কথা সেদিনই স্বীকারও করে নেন স্টিভ স্মিথ। তারপরেই অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব ছাড়েন স্মিথ। সহ অধিনায়কত্ব ছাড়েন ডেভিড ওয়ার্নার। আইসিসি স্মিথকে এক ম্যাচের নির্বাসনের পাশাপাশি ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করে। ক্যামেরন ব্যনক্রফ্টের ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করে আইসিসি।
আরও পড়ুন- স্মিথদের 'স্যান্ডপেপার গেট' কাণ্ড'কে 'চরম নির্বুদ্ধিতা' বললেন সৌরভ
বল বিকৃতি কাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করে ঘটনার তদন্ত শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড জানান, "মাত্র তিন জন ক্রিকেটার ঘটনার সঙ্গে জড়িত ছিল। ঘটনার গুরুত্ব মাথায় রেখেই আমরা শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেব।" দোষী তিন ক্রিকেটার যে বড় ধরনের শাস্তি পেতে চলেছেন সেটা কিন্তু সাদারল্যান্ডের কথাতেই স্পষ্ট।
Smith, Warner and Bancroft all charged after it was found they had prior knowledge of the ball tampering incident. No one else was aware
— cricket.com.au (@CricketAus) March 27, 2018
তবে অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান আপাতত পদত্যাগ করছেন না। লেম্যানের ভবিষ্যত্ নিয়েও কোনও সংশয় নেই। অজি দলের কোচ হিসেবেই তিনি কাজ করে যাবেন বলে জানান জেমস সাদারল্যান্ড।
Sutherland says Lehmann has not resigned and will continue to coach the Aussie men's team
— cricket.com.au (@CricketAus) March 27, 2018
স্মিথের অবর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টে জোহানেসবার্গে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন টিম পেইন। শেষ টেস্টের জন্য স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফ্টের পরিবর্ত হিসেবে ম্যাচ রেনশ, জো বার্নস এবং গ্লেন ম্যাক্সওয়েল যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়া দলে।
Matthew Renshaw, Joe Burns and Glenn Maxwell will replace the three players charged in the Test squad.
Tim Paine has officially been appointed captain
— cricket.com.au (@CricketAus) March 27, 2018