Smriti Mandhana, Women's IPL: মেয়েদের আইপিএল নিয়ে স্মৃতির প্রতিক্রিয়া নেটদুনিয়ায় ভাইরাল
বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস খেলে স্মৃতি আর দেশে ফেরেননি। তিনি রয়ে গিয়েছেন ইংল্যান্ডেই। স্মৃতি সাউদার্ন ব্রেভের ( Southern Brave) হয়ে হান্ড্রেড খেলছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: আগামী বছর অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল (Indian Premier League, IPL)। অবশেষে বহু প্রতিক্ষীত এই টুর্নামেন্ট হচ্ছে। বিসিসিআই সবুজ সঙ্কেত দিয়েছে। যা নিঃসন্দেহে ফ্যানদের কাছে আনন্দের সংবাদ। ভারতের স্টার ওপেনার ও প্রমিলা বাহিনীর ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা এই মুহূর্তে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলছেন ব্রিটিশভূমে। বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস খেলে স্মৃতি আর দেশে ফেরেননি। তিনি রয়ে গিয়েছেন ইংল্যান্ডেই। স্মৃতি সাউদার্ন ব্রেভের ( Southern Brave) হয়ে হান্ড্রেড খেলছেন। ওভাল ইনভিন্সিবলসের (Oval Invincibles) বিরুদ্ধে ২৫ বলে ৪৬ রানের আগুনে ইনিংস খেলার পর স্মৃতির কাছে মেয়েদের আইপিএল নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল। স্মৃতির প্রতিক্রিয়া ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এক সাংবাদিক স্মৃতিকে প্রশ্ন করেছিলেন, 'মেয়েদের আইপিএল আগামী বছর অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে যে উদ্দীপনা দেখা যায়, সেরমকই কি দেখা যাবে?' স্মৃতি কয়েক মুহূর্ত মাথা নাড়িয়ে, হাসি মুখে বলেন, 'আমার মনে হয় আমরা যখনই দেশের মাটিতে খেলি, তখনই একই রকম উদ্দীপনা দেখা যায়। সে যে ফরম্যাটেই খেলা হোক না কেন। ভারতীয় ফ্যানরা ক্রিকেট ভালবাসেন। ওয়ানডে হোক বা টি-২০, তাঁরা আমাদের সমর্থনে মাঠে আসেন। মেয়েদের আইপিএল দারুণ একটা ব্যাপার হবে।'
২০১৮ সাল থেকে উইমেন'স টি-২০ চ্যালেঞ্জ হয় ভারতে। ছোট টুর্নামেন্ট হলেও, একাধিক বিদেশি ক্রিকেটার অংশ নেন। কিন্তু এই প্রথমবার আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে। গতবছরও দুরন্ত ফর্মে ছিলেন স্মৃতি। বিশ্ববন্দিত ওপেনারকে আইসিসি চলতি বছর বেছে নিয়েছিল বর্ষসেরা ক্রিকেটার হিসাবে। ২০২১ সালের পারফরম্যান্সের ভিত্তিতে মেয়েদের মধ্যে সেরার সেরা হৃন ২৫ বছরের মুম্বইকর। স্মৃতি গতবছর দেশের জার্সিতে ২২টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫৫ রান করেছেন ৩৮.৮৬-এর গড়ে। একটি শতরান ও পাঁচটি অর্ধ-শতরান রয়েছে তাঁর ঝুলিতে।