শনিবারই নতুন মরসুমে প্রথমবার মোহনবাগান জার্সিতে নামবেন সোনি
হাইতিতে বসে ঘরোয়া লিগের ডার্বিতে নিজের দলের হার দেখেছিলেন সোনি নর্ডি। সেই ম্যাচে বিশ্বজিত ভট্টাচার্যের দলের কাছে কার্যত আত্মসমর্পন করতে হয়েছিল বাগানের তরুণ ব্রিগেডকে। সেই হার এখনও ভোলেননি হাইতিয়ান তারকা। শনিবারই নতুন মরসুমে প্রথমবার মোহনবাগান জার্সিতে নামবেন সোনি। সেটাও আবার বড়ম্যাচ। ঘরোয়া লিগের হারের ডার্বিতে হারের বদলা নেওয়ার জন্য মোহনবাগান জনতা তাকিয়ে আছেন সোনির দিকে। ডার্বিতে মাঠে নামার আগে হাইতিয়ান তারকা বলছেন,শনিবারই তো আসল ডার্বি। তবে বড়ম্যাচের থেকে আই লিগ খেতাবকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সোনি।
ওয়েব ডেস্ক: হাইতিতে বসে ঘরোয়া লিগের ডার্বিতে নিজের দলের হার দেখেছিলেন সোনি নর্ডি। সেই ম্যাচে বিশ্বজিত ভট্টাচার্যের দলের কাছে কার্যত আত্মসমর্পন করতে হয়েছিল বাগানের তরুণ ব্রিগেডকে। সেই হার এখনও ভোলেননি হাইতিয়ান তারকা। শনিবারই নতুন মরসুমে প্রথমবার মোহনবাগান জার্সিতে নামবেন সোনি। সেটাও আবার বড়ম্যাচ। ঘরোয়া লিগের হারের ডার্বিতে হারের বদলা নেওয়ার জন্য মোহনবাগান জনতা তাকিয়ে আছেন সোনির দিকে। ডার্বিতে মাঠে নামার আগে হাইতিয়ান তারকা বলছেন,শনিবারই তো আসল ডার্বি। তবে বড়ম্যাচের থেকে আই লিগ খেতাবকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সোনি।
গত বছর মোহনবাগানকে আই লিগ এনে দিলেও,বড়ম্যাচে গোল পাননি। এবার ডার্বিতে গোল করে অগণিত সবুজ-মেরুন সমর্থকের মুখে হাসি ফোটাবার পাশাপাশি নতুন বান্ধবীর মুখেও হাসি ফোটাতে চান হাইতিয়ান ম্যাজিশিয়ান।