ডালমিয়ার উত্তরসূরি হতে চলেছেন সৌরভ! ময়দানে জোর জল্পনা
সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার উত্তরসূরি কে তা নিয়ে রীতিমত সরগরম বাংলা ক্রিকেট মহল। এই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন স্বয়ং ডালমিয়াই। সকলেই যখন হাতড়ে বেড়াচ্ছেন ডালমিয়ার উত্তরসূরি, ঠিক তখনই ডালমিয়া জানিয়ে দিলেন উত্তরসূরি তৈরিই আছে। ডালমিয়া ক্যামেরার সামনে নিজে মুখে জানালেন সে কথা।
সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার উত্তরসূরি কে তা নিয়ে রীতিমত সরগরম বাংলা ক্রিকেট মহল। এই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন স্বয়ং ডালমিয়াই। সকলেই যখন হাতড়ে বেড়াচ্ছেন ডালমিয়ার উত্তরসূরি, ঠিক তখনই ডালমিয়া জানিয়ে দিলেন উত্তরসূরি তৈরিই আছে। ডালমিয়া ক্যামেরার সামনে নিজে মুখে জানালেন সে কথা।
এখন প্রশ্ন কে সেই ব্যক্তি? উঠে এসেছে বেশ কয়েকটি নাম। দৌড়ে এগিয়ে সৌরভ গাঙ্গুলি। ময়দানের অধিকাংশ কর্তাই মনে করছেন সৌরভকে ধীরে ধীরে যেভাবে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত করছেন তাতে তাঁর উত্তরসূরি মহারাজই হতে পারেন। সৌরভের পক্ষে ইতিবাচক দিকগুলি হল- নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সিএবি-র প্রায় সব কর্তার কাছেই গ্রহণযোগ্য এবং সিএবি-র সভাপতি পদে জগমোহন ডালমিয়ার সব থেকে পছন্দের লোক। তবে টিভিতে ধারাভাষ্য ও ভবিষ্যতে সৌরভের কোচ হওয়ার ইচ্ছা কিছুটা ধন্দে রেখেছে কর্তাদের।
সৌরভের পরেই রয়েছেন গৌতম দাশগুপ্ত। শুধু বাংলা নয় দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত। প্রশাসনিক দক্ষতা থাকলেও ডালমিয়া গোষ্ঠির পছন্দের লোক নন।
আলোচনায় রয়েছেন বিশ্বরূপ দেও। ডালমিয়ার ঘনিষ্ঠ ও পছন্দের কর্তা। প্রশাসনিক কাজে দক্ষতা দেখিয়েছেন। তবে সকলের কাছে গ্রহণযোগ্য নন।
বর্তমান যুগ্মসচিব সুবীর গাঙ্গুলিও কিন্তু এই তালিকায়। প্রশাসনিক দক্ষতা ও চাপ নেওয়ার ক্ষমতা। ময়দানের সব ক্লাবের সঙ্গেই ভাল সম্পর্ক। সিএবি-র অধিকাংশ সদস্যেরই পছন্দের মানুষ।তবে এবছর জগমোহন ডালমিয়া সভাপতি থাকবেন বলেই মনে করছেন সিএবি কর্তারা। তাই এবছর ডালমিয়া তাঁর তুরুপের তাসটি বের করবেন না বলেই ধরে নিয়েছেন সকলেই।