“মানুষ বলেই ভুল করেছে”, হার্দিক-রাহুলের পাশেই ‘দাদা’

 “মানুষ মাত্রই ভুল হয়। এই বিষয়টাকে আর এগিয় নিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। আমার বিশ্বাস, ওরা নিশ্চয়ই এটা থেকে শিক্ষা নেবে এবং একজন উন্নততর মানুষ হিসেবেই আগামীতে নিজেকে প্রতিষ্ঠা করবে। আমরা সবাই মানুষ, যন্ত্র নই। নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন।”

Updated By: Jan 17, 2019, 11:39 AM IST
“মানুষ বলেই ভুল করেছে”, হার্দিক-রাহুলের পাশেই ‘দাদা’

নিজস্ব প্রতিবেদন: কথায় আছে, ছিলা থেকে তির আর মুখ থেকে কথা একবার বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। তা গন্তব্যে পৌঁছবেই এবং তারপর যা হওয়ার তাই হবে। হলও তাই। আবেগে ভেসে গিয়ে নিজেদের কেরিয়ারটাই অনিশ্চিত করে ফেললেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। কফি উইথ করণ-এ হার্দিকের লিঙ্গবৈষম্য মূলক মন্তব্য কোনও ভাবেই সমর্থন  করছে না বোর্ড। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজ ও নিউ জিল্যান্ড সফর থেকেও ছেটে ফেলা হয়েছে দুই তারাকাকেই। যে অধিনায়ক রাহুল ও হার্দিকের মাথার উপর সবসময় ছাদ হয়ে থাকত, সেও হাত সরিয়েছে। হার্দিক, রাহুলের না থাকা কোনও ফারাক গড়বে না, অস্ট্রেলিয়া সিরিজ (ওয়ানডে) শুরুর আগেই তা জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি।

আরও পড়ুন- সচিনের একশো সেঞ্চুরি টপকে যেতে পারেন 'ফিট' বিরাট বললেন আজহার

মহিলাদের উদ্দেশে অসম্মানজনক মন্তব্যের জেরে ক্রমশ অন্ধকারের দিকে যাচ্ছে দুই তারকার কেরিয়ার। আশাঙ্কা, বিশ্বকাপের দল থেকেও বাদ পড়তে পারেন তাঁরা। যদি এ নিয়ে দ্বিমত রয়েছে বোর্ডের অন্দরেই। একপক্ষ চাইছে তাঁদের চরম শিক্ষা দেওয়া হোক। আর অন্যপক্ষ শাস্তি কিছুটা শিথিল করে হার্দিক ও রাহলের সংশধোনের পথ খোলা রাখতে চাইছে। তাঁদের কেরিয়ার শেষ হয়ে যাক, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলেই মত বোর্ডের একাংশের। একই কথা বলছেন ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- কারোর ফোনও ধরছেন না 'ঘরবন্দি' হার্দিক পাণ্ডিয়া!

তাঁর কথায়, “মানুষ মাত্রই ভুল হয়। এই বিষয়টাকে আর এগিয় নিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। আমার বিশ্বাস, ওরা নিশ্চয়ই এটা থেকে শিক্ষা নেবে এবং একজন উন্নততর মানুষ হিসেবেই আগামীতে নিজেকে প্রতিষ্ঠা করবে। আমরা সবাই মানুষ, যন্ত্র নই। নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন।”

আরও পড়ুন- বিপিএলে ক্রিস গেইলকে ছক্কা হাঁকালেন 'ডানহাতি' ওয়ার্নার!

আরও একধাপ এগিয়ে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের পাশে দাঁড়িয়েই তিনি বলেন, “ওরা দায়িত্ববান মানুষ এবং অনেকেরই আদর্শ। তবে মাথায় রাখতে হবে ওরাও মানুষ। ওদের উপর সবসময় একটা চাপ থাকেই। পারফর্ম করতে হবে। এমন পরিস্থিতিতে এমন ঘটনা অনেক সময়ই ঘটে যায়। আমাদের এই বিষয়টি থেকে বেরিয়ে আসা উচিত এবং আগামীতে যেন এমন কোনও ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা দরকার।”   

.