নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট মহোৎসবের মেজাজ কলকাতায়। তিন বছর পর আইপিএল ফিরেছে তিলোত্তমায়। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) ফেস্টিভ মুড। আগামী দু'দিন জোড়া প্লে-অফ দেখবে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট ভেন্য়ু। আগামী ২৪ মে মঙ্গলবার কোয়ালিফায়ার ওয়ানে (Qualifier 1) গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ঠিক তারপরের দিন এলিমিনেটরে (Eliminator) মুখোমুখি লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। ইডেনে এসে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে গেলেন ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই (BCCI) সভাপতি জানিয়ে দিলেন তাঁর চোখে চ্যাম্পিয়ন হওয়ার ফেভারিট কে! এমনকী ইডেনের পিচ নিয়েও মন্তব্য় করে দিলেন সৌরভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সৌরভ। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, চ্যাম্পিয়ন হওয়ার ফেভারিট কে। সৌরভ মজার ছলে বলেন, "আগামিকাল একটা দল উঠবে। পরশু আরেকটি টিম উঠবে।" আগামী জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপরেই জোড়া টি-২০ ম্য়াচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। গত রবিবার টি-২০ দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। চলতি আইপিএলে (IPL 2022) দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে তিন বছর পর প্রত্যাবর্তন করেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। সুযোগ পেয়েছেন পেসার উমরান মালিক (Umran Malik) ও অর্শদীপ সিং (Arshdeep Singh)। এই প্রসঙ্গে সৌরভ বলেন, "নির্বাচকরা সুযোগ দিয়েছেন।" প্লে-অফে ইডেনের পিচ দেখে খুশি সৌরভ। তিনি বলেন, "ইডেনের উইকেট খুব ভাল হয়েছে। অনেক রান হবে।" সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেই দিলেন যে, তাঁরা প্রস্তুত। ফাইনাল টাচ-আপও দেওয়া হয়ে গিয়েছে। দারুণ ম্যাচের আশায় তিনি।


আরও পড়ুন: Kapil Dev: রাজনীতির আঙিনায় পা রাখছেন? জল্পনা উড়িয়ে দিলেন ক্ষুব্ধ বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক


আরও পড়ুন: Suresh Raina: 'তিন-চার বছর নন-স্টপ রান করেছে!' এই ক্রিকেটার সুযোগ না পাওয়ায় হতবাক রায়না


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App