সিএবির সভাপতি পদে বসে, এক মাসের মধ্যে ইডেন সংস্কার সৌরভের

আনুষ্ঠানিকভাবে সিএবির সভাপতি পদে বসলেন সৌরভ গাঙ্গুলি। এক মাসের মধ্যেই ইডেনের সংস্কার করতে চান তিনি।

Updated By: Oct 16, 2015, 09:00 AM IST
সিএবির সভাপতি পদে বসে, এক মাসের মধ্যে ইডেন সংস্কার সৌরভের

ব্যুরো: আনুষ্ঠানিকভাবে সিএবির সভাপতি পদে বসলেন সৌরভ গাঙ্গুলি। এক মাসের মধ্যেই ইডেনের সংস্কার করতে চান তিনি।

প্রত্যাশামতই সিএবি সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি। নয়া যুগ্মসচিব হয়েছেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। সিএবির এসজিএমে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েই সৌরভের ঘোষণা এক মাসের মধ্যে ইডেনের সংস্কার করতে চান।
                                   
বৃহস্পতিবার প্রয়াত জগমোহন ডালমিয়ার পাশের চেয়ারে বসে সিএবির নয়া সভাপতি নিজের টিমও ঠিক করে ফেললেন। সৌরভের জানিয়ে দিয়েছেন তার টিমের রাহুল দ্রাবিড় অভিষেক ডালমিয়া। অভিষেকও দায়িত্ব নিয়ে জানিয়ে দিলেন বাবার মতন তিনিও বিসিসিআই-এর সঙ্গে সিএবির সুসম্পর্কের উপর জোর দেবেন।
                                           
আগামিদিনে বাংলা ক্রিকেটের উন্নতির দিকে যেমন নজর দিতে চান সৌরভ ঠিক তেমনই ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালকে সুষ্ঠভাবে করারও চ্যালেঞ্জ নিলেন তিনি।

.