স্পেনীয় ম্যাজিকে ১০-০ গোলে উড়ে গেল তাহিতি
কনফেডারেশন কাপে রেকর্ড ব্যবধানে জিতল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তাহিতিকে ১০-০ গোলে উড়িয়ে দিল ভিনসেন্ট দেল বস্কের দল। ফিফার কোনও টুর্নামেন্টের মূলপর্বে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।
কনফেডারেশন কাপে রেকর্ড ব্যবধানে জিতল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তাহিতিকে ১০-০ গোলে উড়িয়ে দিল ভিনসেন্ট দেল বস্কের দল। ফিফার কোনও টুর্নামেন্টের মূলপর্বে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এর আগে ১৯৫৪ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৯-০ গোলে জয়ের নজির ছিল হাঙ্গেরির। ১৯৮২ বিশ্বকাপে এল সালভাদরকে ১০-১ গোলে হারিয়েছিল হাঙ্গেরি।
বৃহস্পতিবার রাতে রিওতে স্প্যানিশ আর্মাডার দুরন্ত ফুটবলের সামনে সেই রেকর্ড ধুয়ে মুছে সাফ হয়ে গেল। ফিফা ক্রমতালিকায় ১৩৮ নম্বরে থাকা তাহিতির বিরুদ্ধে প্রথম একাদশে দশটা পরিবর্তন করেছিলেন স্পেন কোচ। সার্গিও র্যামোস বাদ দিয়ে পুরো দলই পরিবর্তন করে ফেলেছিলেন দেল বস্ক। তাসত্বেও স্পেনের তিকিতাকার সামনে কার্যত আত্মসমর্পন করতে হয় আন্তর্জাতিক ফুটবলের নবজাতকদের।
প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েই চার গোল করেন ফার্নান্ডো টোরেস।হ্যাটট্রিক করেন বার্সার তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া।জোড়া গোল করেন ডেভিড সিলভা।অপর গোলটি করেন চেলসির জুয়ান মাটা।পরপর দুম্যাচ জিতে কার্যত কনফেডারেশন কাপের সেমিফাইনালে পৌঁছে দেল স্পেন।