আজ ইউরোয় ফ্রান্সের মুখোমুখি স্পেন

শনিবার ডনবস অ্যারেনায় ইউরো কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালের আগে অতীতের আশঙ্কাজনক পরিসংখ্যান ও বর্তমানের ছন্দময় পারফরম্যান্স-এই দুইয়ের মাঝে রয়েছে চ্যাম্পিয়ন স্পেন। ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ের আগে স্পেন দল কাগজে কলম এগিয়ে থাকলেও, অতীতকে অগ্রাহ্য করার সাহস দেখাতে পারছেননা জাভি-ইনিয়েস্তাদের মত বিশ্বসেরা তারকারা।

Updated By: Jun 23, 2012, 10:52 AM IST

শনিবার ডনবস অ্যারেনায় ইউরো কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালের আগে অতীতের আশঙ্কাজনক পরিসংখ্যান ও বর্তমানের ছন্দময় পারফরম্যান্স-এই দুইয়ের মাঝে রয়েছে চ্যাম্পিয়ন স্পেন। ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ের আগে স্পেন দল কাগজে কলম এগিয়ে থাকলেও, অতীতকে অগ্রাহ্য করার সাহস দেখাতে পারছেননা জাভি-ইনিয়েস্তাদের মত বিশ্বসেরা তারকারা।
শেষ ৬ বার সাক্ষাতে স্প্যানিশ আর্মাডা বারবারই মুখ থুবড়ে পড়েছে ফরাসি ফুটবলের সামনে। শেষ ৬টি ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে জয় তো দূরঅস্ত,হারতেও হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। যার মধ্যে রয়েছে ২০০৬ সালের বিশ্বকাপে জিদানদের কাছে হারও। এমনকী সাফল্যের মধ্যগগনে থাকা স্পেন হেরেছে ২০০৮ ইউরো ও ২০১০-এর বিশ্বকাপের মাঝেও। স্পেনের কাছে ইতিহাস যতই চিন্তা বাড়াচ্ছে, সমীর নাসিরি-রিবেরিদের ততই আত্মবিশ্বাস বাড়াচ্ছে। কোচ লরা ব্লাঁ অত্যন্ত আত্মবিশ্বাসী। জাভি-ইনিয়েস্তা-পিকেদের জমাট ফুটবলে ফাটল ধরাতে ব্লাঁয়ের অস্ত্র রিবেরি-নাসিরি-বেনজিমারাই। তবে চিন্তার কারণ রিবেরির চোট।

.