পিকের গোলে ইউরোতে 'চেক-মেট' করল স্পেন

চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল গত দুবারের চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের একদম শেষদিকে গোল করে স্প্যানিশ আর্মাডাকে জেতালেন জেরার্ড পিকে।  

Updated By: Jun 13, 2016, 10:14 PM IST
পিকের গোলে ইউরোতে 'চেক-মেট' করল স্পেন

ব্যুরো: চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল গত দুবারের চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের একদম শেষদিকে গোল করে স্প্যানিশ আর্মাডাকে জেতালেন জেরার্ড পিকে।  

জেরার্ড পিকের শেষ মুহূর্তের গোলে ইউরোর প্রথম ম্যাচে জয় পেল গত দুবারের চ্যাম্পিয়ন স্পেন। চেক প্রজাতন্ত্রকে এক-শূন্য গোলে হারাল দেল বস্কের। গোটা ম্যাচে সত্তর শতাংশ বল পজেশন রেখেও জয়সূচক গোলের জন্য সাতাশি মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল লা রোজা বাহিনীকে। শেষপর্যন্ত পিকের হেডারে পরাস্ত হন চেকের তারকা গোলকিপার পের চেক। ম্যাচ জুড়ে স্পেনের  গোল নষ্টের প্রদর্শনী চলে। কখনও আলভারো মোরাতা তো কখনও ডেভিড সিলভা। ম্যাচে একের পর এক গোল মিস করেন স্পেনের ফুটবলার-রা। খেলার একেবারে শেষ মুহুর্তে পিকে গোল না পেলে,এইসব সুযোগ নষ্টের জন্য আক্ষেপ করতে হত  দুবারের চ্যাম্পিয়নদের।

.