সিন্ধুর 'অবসর' পোস্টে বড় ধাক্কা খেলেন ক্রীড়ামন্ত্রী!
সিন্ধু অবশ্য বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানকার স্পোর্টস সাইন্স ইনস্টিটিউটে নিজের ডায়েট বদলে ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর একটা পোস্টে চাঞ্চল্য ছড়ায় ক্রীড়াজগতে। সোশ্যাল মিডিয়ায় সিন্ধুর পোস্ট দেখে অবাক বনে যান খোদ ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। পাল্টা টুইট করে তিনি বলেন আমি বেশ বড় ধাক্কা খেতে যাচ্ছিলাম।
সোমবার দুপুরে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সিন্ধু টুইট করে লেখেন, I RETIRE। সেই লেখার পর একটা বড় বিবৃতিও লেখেন অলিম্পিকে পদকজয়ী শাটলার।
কিন্তু বিবৃতিতে যাওয়ার আগে তার অবসর পোস্ট দেখে চমকে যান সকলেই।পরে অবশ্য পুরো বক্তব্য শোনার পর সকলের ভুল ভাঙে।
You actually gave a mini shock @Pvsindhu1 but I had unflinching faith in your power of determination. I'm sure you have the strength and stamina to bring many more laurels for India https://t.co/D4VIT7Poyv
— Kiren Rijiju (@KirenRijiju) November 2, 2020
অলিম্পিকে পদকজয়ী সিন্ধুর এমন টুইটের পর পাল্টা টুইট করে কিরেন রিজিজু লেখেন, "আমি খুব জোর ধাক্কা খেয়েছিলাম পিভি সিন্ধু। কিন্তু পরে তোমার মনের জোর এবং ইতিবাচক ভাবনা দেখে তাকে আমি স্বাগত জানাই। আশা করি আগামী দিনে তুমি দেশের জন্য আরও অনেক সাফল্য নিয়ে আসবে।"
সিন্ধু অবশ্য বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানকার স্পোর্টস সাইন্স ইনস্টিটিউটে নিজের ডায়েট বদলে ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন। লকডাউন এবং অনলকে শুধু শারীরিক নয়, মানসিক ভাবেও পিছিয়ে পড়েছেন পিভি। তাই দেশ ছেড়ে লন্ডনে রয়েছেন তিনি।
আরও পড়ুন - অস্ট্রেলিয়ায় যেতে পারেন রোহিত শর্মা! বড়সড় ইঙ্গিত দিলেন বোর্ড প্রেসিডেন্ট