IPL 2020: হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে ধুন্ধুমার কাণ্ড; মাঠেই হাতাহাতি খলিল-তেওয়াটিয়ার!

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 12, 2020, 06:15 PM IST
IPL 2020: হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে ধুন্ধুমার কাণ্ড; মাঠেই হাতাহাতি খলিল-তেওয়াটিয়ার!
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন : রবিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেয় রাজস্থান। এই ম্যাচে ২০ তম ওভারে রাহুল তেওয়াটিয়া আর খলিল আহমেদের মধ্যে ঝামেলা গড়ায় হাতাহাতিতে! শেষে অবশ্য হাত মেলালেন দুজনেই।

 

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। সেই সময় অধিনায়ক ডেভিড ওয়ার্নার খলিল আহমেদকে বল করতে দেন। ক্রিজে ব্যাট করছিলেন রাজস্থানের রাহুল তেওয়াটিয়া আর রিয়ান পরাগ। তখনই দেখা যায় খলিল আহমেদ এবং রাহুল তেওয়াটিয়ার মধ্যে তর্কাতর্কি হতে। যা দেখে অধিনায়ক ওয়ার্নার দ্রুত ঝামেলা মেটানোর চেষ্টায় সামনে পৌঁছে যান।

 

যদিও ম্যাচ শেষে স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে সব বিতর্ক বাউন্ডারির বাইরে ফেলে দিলেন। সোশ্যাল ডিস্ট্যানসিং ভুলে রাহুল তেওয়াটিয়া এবং খলিল আহমেদকে হাত মেলাতে দেখা যায়।

 

আরও পড়ুন -ধোনির পরিবারকে অনলাইনে হুমকি! শুনে কী বললেন শাহিদ আফ্রিদি?