কাল ভারত-পাকিস্তান, মহাম্যাচের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
এখনও পর্যন্ত বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কাল ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তার আগে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। এখনও পর্যন্ত বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই জিতেছে ভারতীয় দল-
আরও পড়ুন- হতে চেয়েছিলেন আফ্রিদি! হয়ে গেলেন অভিনন্দন বর্তমান! পাক সমর্থককে উচিত শিক্ষা
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফল-
১৯৯২ বিশ্বকাপ- ৪৩ রানে জয়ী ভারত। ম্যাচ সেরা সচিন তেন্ডুলকর।
১৯৯৬ বিশ্বকাপ-ভারত ৩৯ রানে জয়ী। ম্যাচ সেরা নভোজাত সিং সিধু।
১৯৯৯ বিশ্বকাপ- ৪৭ রানে জিতেছিল ভারত। ম্যাচ সেরা ভেঙ্কটেশ প্রসাদ।
২০০৩ বিশ্বকাপ- ভারত ৬ উইকেটে জয়ী। ম্যাচের সেরা সচিন তেন্ডুলকর।
২০১১ বিশ্বকাপ- ২৯ রানে জিতেছিল। ম্যাচের সেরা সচিন তেন্ডুলকর।
২০১৫- ভারত ৭৬ রানে জয়ী। ম্যাচ সেরা বিরাট কোহলি।
ব্যাটিং পারফরম্যান্স-
২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত করেছিল ৩০০/৭। যা এখনও বিশ্বকাপে দুই দলের মধ্যে সর্বোচ্চ স্কোর।
১৯৯২ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এক ম্যাচে পাকিস্তান করেছিল ১৭৩। বিশ্বকাপে যা দুই দলের মধ্যে সর্বনিম্ন স্কোর।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের মধ্যে সর্বোচ্চ রান রয়েছে সচিন তেন্ডুলকরের। ৩১৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার।
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস বিরাট কোহলির। ২০১৫ বিশ্বকাপে ১০৭ রান করেছিলেন তিনি।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সেঞ্চুরির সংখ্যা দুই। একটি করেছিলেন পাকিস্তানের সঈদ আনোয়ার (১০১), ২০০৩ বিশ্বকাপে। অপরটি বিরাট কোহলির (১০৭), ২০১৫ বিশ্বকাপ।
বিশ্বকাপে দুই দলের মধ্যে সর্বাধিক হাফ-সেঞ্চুরি (তিনটি) রয়েছে সচিন তেন্ডুলকরের।
বোলিং পারফরম্যান্স-
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ আটটি উইকেট পেয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। যা কিনা এখনও রেকর্ড।
৫/২৭- বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং ফিগার। ১৯৯৯ বিশ্বকাপে ভেঙ্কটেশ প্রসাদ এই রেকর্ড করেছিলেন।
ভারত-পাকিস্তানের মধ্যে বিশ্বকাপে তিনজন বোলার এক ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন। ভেঙ্কটেশ প্রসাদ (৫/২৭, ১৯৯৯ বিশ্বকাপ), ওয়াহাব রিয়াজ (৫/৪৬, ২০১১বিশ্বকাপ) ও সোহেল খান (৫/৫৫, ২০১৫ বিশ্বকাপ)।
উইকেটকিপিং পারফরম্যান্স-
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে একজন উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড রয়েছে এম এস ধোনির। চারটি ডিসমিসাল করেছিলেন তিনি।
ফিল্ডিং পারফরম্যান্স-
বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণে সর্বোচ্চ ক্যাচ (পাঁচটি) নেওয়ার রেকর্ড রয়েছে অনিল কুম্বলের।