আরও আগ্রাসী ক্রিকেট উপহার দেওয়ার 'বিরাট' প্রতিশ্রুতি স্মিথের

আগ্রাসন। আগ্রাসন এবং আগ্রাসন। দলের ব্যাটন তুলে নিয়েই আগ্রাসনের মন্ত্র জপতে শুরু করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাসেস হারের আগে থেকেই বিশ্ব ক্রিকেটে জল্পনা চলছিলই, স্টিভ স্মিথই হবেন রিকি পন্টিং, মাইক্লে ক্লার্কদের উত্তরসূরি। এবং হলও তাই। ২৬ বছর বয়সী স্টিভ স্মিথের ওপরই আস্থা রাখল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

Updated By: Aug 11, 2015, 01:49 PM IST
আরও আগ্রাসী ক্রিকেট উপহার দেওয়ার 'বিরাট' প্রতিশ্রুতি স্মিথের

ওয়েব ডেস্ক: আগ্রাসন। আগ্রাসন এবং আগ্রাসন। দলের ব্যাটন তুলে নিয়েই আগ্রাসনের মন্ত্র জপতে শুরু করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাসেস হারের আগে থেকেই বিশ্ব ক্রিকেটে জল্পনা চলছিলই, স্টিভ স্মিথই হবেন রিকি পন্টিং, মাইক্লে ক্লার্কদের উত্তরসূরি। এবং হলও তাই। ২৬ বছর বয়সী স্টিভ স্মিথের ওপরই আস্থা রাখল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

কাকতালীয় হলেও ভারতের বিরাট কোহলিই ঠিক একই পরিস্থিতে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। ভারত একের পর এক টেস্ট হারছিল। চাপ বাড়ছিল ধোনির ওপর। অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্ট না খেলেই আচমকা অবসর ঘোষণা করেছিলেন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। সিরিজের শেষ টেস্টে দলের দায়িত্ব নিয়েই আগ্রাসনের মন্ত্রই জপে ছিলেন বিরাট। এবার সেই আগ্রাসনের কথাই অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভ স্মিথের মুখে। এটাই বোধহয় ক্রিকেটের 'যুবা পিড়ি'র ক্রিকেট মন্ত্র।

৩৪ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন মাইকেল ক্লার্ক। ট্রেন্টব্রিজে হতশ্রী পার্ফরম্যান্সের পর বিতর্কের ঢেউ, একের পর এক বাঁধ ভেঙেছে প্রাক্তন অধিনায়কের। ৫-০ তে অ্যাসেস জয়ের কৃতিত্ব, বিশ্বকাপ জয় সবই যেন শুধু ইতিহাস হয়ে থেকে গেল। ফিল হিউজের কফিনটা যখন নিজের কাঁধে বয়ে নিয়ে গিয়েছিলেন, তখনও বোধহয় এত যন্ত্রণা বইতে হয়নি। বরং ফিলই তাতিয়ে দিয়ে গিয়েছিলেন ওদের। ভারতকে কার্যত মাথা তুলে দাঁড়াতেই দেয়নি ওরা। বিশ্বকাপেই সেই একই ফর্ম। কিন্তু, এটাই বোধহয় ক্রিকেটের পরিহাস। ক্রিকেটে নিজের শেষ পাতায় কলঙ্ক ছাড়া কিছুই লেখার থাকল না এই স্পার্টানের।  

প্রতিটি ইতিই আবার নতুন দিগন্তের সূচনা করে। এবার কাণ্ডারি স্টিভ স্মিথ। দলের ক্যাপ্টেন হয়েই খোলাখুলি বললেন, "আমি রক্ষণাত্মক ক্রিকেট খেলবো না।" ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টেই প্রথম অধিনায়কত্ব সামলানোর সুযোগ পেয়েছিলেন স্মিথ। এবার ইংল্যান্ডের ওভালে সেই একই মেজাজের ক্রিকেট উপহার দিতে চান তিনি। ওভালে নিজের শেষ টেস্টে ক্লার্ককে জয় উপহার দিতেই আরও মরিয়া ক্যাপ্টেন স্মিথ। দলের হার নিয়ে সাংবাদিকদের বললেন, "আমি আরও বেশি আগ্রাসী মেজাজে ক্রিকেট খেলতাম। এবং ইংলিশ ক্রিকেটারদের অল আউট করার জন্য আরও বেশি চান্স নিতাম।"

.