রেল সূত্রে খবর, ঘড়িতে তখন সকাল ৬টা বেজে ১৫ মিনিট। খড়গপুর ডিভিশনের টাটানগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে স্টিল এক্সপ্রেসে। গতি বাড়ছে ধীরে ধীরে। হঠাত্-ই প্ল্যাটফর্মে এসে হাজির হন এক যাত্রী।
Updated By: Dec 28, 2024, 10:58 PM IST
অয়ন ঘোষাল: ফের রেলপথে বিপত্তি। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপদে এক যাত্রী! রেলকর্মীর তত্পরতায় কোনওরকমে প্রাণে বেঁচে গেলেন তিনি। টাটানগর স্টেশনে হাড়হিম করা সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।
রেল সূত্রে খবর, ঘড়িতে তখন সকাল ৬টা বেজে ১৫ মিনিট। খড়গপুর ডিভিশনের টাটানগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে স্টিল এক্সপ্রেসে। গতি বাড়ছে ধীরে ধীরে। হঠাত্-ই প্ল্যাটফর্মে এসে হাজির হন এক যাত্রী। এরপর যখন চলন্ত ট্রেনের কামরায় উঠতে যান, তখন ভারসাম্য হারান তিনি। পা পিছলে পড়ে যায় ট্রেন ও প্ল্যাটফর্মে ফাঁকে।
ট্রেনের একটা চাকা ততক্ষণে শরীরের খুব কাছে চলে এসেছে। অত্যন্ত তত্পরতায় সাথে ওই যাত্রীকে টেনে প্ল্যাটফর্মে তোলেন রেলকর্মী রাকেশ কুমার পাণ্ডে। শুধু তাই নয়, উদ্ধারের তাঁর প্রাথমিক চিকিত্সারও ব্য়বস্থা করেন রাকেশ। সঙ্গে ছিলেন আর রেলকর্মী বিনয়কুমার চৌধুরীও। শেষে ওই যাত্রীকে গন্তব্যে উদ্দেশ্যে রওনা করিয়ে দেন তাঁরা।
দিন কয়েক একই ঘটনা ঘটেছিল হাওড়া স্টেশনেও। সেবারও চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে পড়ে গিয়েছিলেন এক যাত্রী। প্রাণে ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা। বর্ধমানে আবার চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়েছিলেন এক প্রৌঢ়া। ত্রাতায় ভূমিকায় অবতীর্ণ হয় সেই আরপিএফই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.