স্মিথের কিট গ্যারাজে ফেলে দিলেন বাবা, দেখুন ভিডিও
দেশে ফিরে সিডনি বিমান বন্দরে কান্নায় ভেঙে পড়েছিলেন স্টিভ। সেসময় ছেলের পাশেই ছিলেন বাবা পিটার স্মিথ।
নিজস্ব প্রতিবেদন : ছেলের কিট গ্যারাজে ফেলে দিলেন বাবা। বল বিকৃতি-কাণ্ডে নির্বাসিত স্টিভ স্মিথের ক্রিকেট কিট রাগ করেই এই কাজ করলেন তাঁর বাবা পিটার স্মিথ। তবে স্টিভ দুঃসময় কাটিয়ে উঠবেন বলেও আশাবাদী তিনি।
কেপ টাউনে বল বিকৃতি-কাণ্ডে স্মিথকে ১২ মাসের নির্বাসন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশে ফিরে সিডনি বিমান বন্দরে কান্নায় ভেঙে পড়েছিলেন স্টিভ। সেসময় ছেলের পাশেই ছিলেন বাবা পিটার স্মিথ। আগামী একবছর ক্রিকেট খেলতে পারবেন না স্মিথ। সেই হতাশা থেকেই স্মিথের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কিটব্যাগ গ্যারাজে ছুঁড়ে ফেলে দিলেন তাঁর বাবা।
Steve Smith's Father Peter Smith Dumps His Cricket Kit pic.twitter.com/O7WArgbEZT
— Desi Stuffs (@DesiStuffs) March 31, 2018
ছেলের কিট ব্যাগ ছুঁড়ে ফেলে দিলেও তিনি ছেলের পাশেই দাঁড়িয়েছেন। সব ঠিক হয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশও করেছেন। তিনি বলেন, "সব ঠিক হয়ে যাবে।ও নিজেকে সামলে নেবে।"
আরও পড়ুন- এখন নিজেকে দুষছেন ওয়ার্নারের স্ত্রী