তিনে ব্যাট করুক বিরাট: অমরনাথ
বিরাটের ব্যাটিং অর্ডার নিয়ে কোনও রকম পরীক্ষা নিরীক্ষা চান না প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা মহিন্দর অমরনাথ। ১৯৮৩ বিশ্বকাপের নায়ক অমরনাথ বিরাটকে তিন নম্বরেই দেখতে
কলকাতা: বিরাটের ব্যাটিং অর্ডার নিয়ে কোনও রকম পরীক্ষা নিরীক্ষা চান না প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা মহিন্দর অমরনাথ।
১৯৮৩ বিশ্বকাপের নায়ক অমরনাথ বিরাটকে তিন নম্বরেই দেখতে চাইছেন। ২০১৫ বিশ্বকাপে ভারতের হয়ে বিরাট তিনে ব্যাট করলেই সবথেকে উপকৃত হবে দল, মন্তব্য অমরনাথের।
ফর্মে থাকা ব্যাটসম্যানকে সবসময় টপ অর্ডারে ব্যাটিং করা উচিত। বিরাট এখন স্বপ্নের ফর্মে। ব্যাটসম্যান বিরাটের আগ্রাসন বিপক্ষকে চাপে ফেলবে। ওর উচিত তিন নম্বরেই ব্যাটিং করা। মত অমরনাথের।
বিশ্বকাপের দলে অমিত মিশ্রকে রাখা দরকার ছিল, মন্তব্য অমরনাথের। ভারতের স্পিন বোলিং বিশ্বকাপ দলের অন্যতম শক্তি।
ভারতীয় দলের ফিটনেস সমস্যা নিয়ে অমরনাথের চাঁচাছোলা বক্তব্য," দলে ফিট খেলোয়াড় দেরই নির্বাচন করা উচিত। যারা ফিট নন তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হোক'। বিশ্বকাপ শুরু হওয়ার মধ্যে
দলের সব খেলোয়াড় পুরোপুরি ফিট হয়ে উঠবেন, আশা করছেন অমরনাথ।
ভারত আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অমরনাথ আরও বলেন, "বিশ্বজয়ের তাজ ধরে রাখা যে কোনও বিশ্বজয়ী দলের জন্যই কঠিন। নিজের দলের প্রতি সবসময় ভরসা রাখা দরকার'।
অমরনাথ ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে ফেভারিট মনে করছেন। ডার্ক হর্স নিউজল্যান্ডকেও বিশ্বকাপ জয়ের দৌড়ে রাখছেন প্রাক্তন ভারত নির্বাচক।