কিংস কাপ খেলতে থাইল্যান্ডে পৌঁছে গেল স্টিমাচের টিম ইন্ডিয়া
নতুন কোচ ইগর স্টিমাচ প্রথম টুর্নামেন্টে খেলতে গেলেন।
নিজস্ব প্রতিবেদন : কিংস কাপ খেলতে রবিবারই ব্যাঙ্ককে পৌঁছে গেল ভারতীয় ফুটবল দল। নতুন কোচ ইগর স্টিমাচ প্রথম টুর্নামেন্টে খেলতে গেলেন। দিল্লিতে কিংস কাপের প্রস্তুতি শিবির শেষে রবিবারই সুনীলরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। ইগর স্টিমাচের চূড়ান্ত ২৩ জনের দলে এবার ৬জন নতুন মুখ। শেষ মুহূর্তে বাদ পড়লেন জবি জাস্টিন এবং নিশু কুমার।
The #BlueTigers arrived in Bangkok on Sunday evening and will depart for Buriram tomorrow for the #KingsCup , that begins on Wednesday. #IndianFootball #BackTheBlue pic.twitter.com/bCIJyTcUxd
— Indian Football Team (@IndianFootball) June 2, 2019
কিংস কাপের জন্য চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে গত সপ্তাহেই বিশাল কেইথ, জারমনপ্রীত সিং, নন্দ কুমার, রেডিম ট্যাং, বিক্রমজিৎ সিং এবং সুমিত পাসিকে বাদ দিয়েছিলেন ইগর স্টিমাচ। রবিবার থাইল্যান্ড উড়ে যাওয়ার আগে আরও দুই ফুটবলারকে চূড়ান্ত ২৩ জনের তালিকা থেকে বাদ দিলেন তিনি। জবি জাস্টিন ও নিশু কুমারকে বাদ দিলেন ক্রোট কোচ। স্টিমাচের ২৩ জনের দলে নতুন ছয় জনকে সুযোগ দিয়েছেন। রাহুল ভেকে, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, মাইকেল সুসাইরাজ, সাহাল সাহাল এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া অমরজিৎ সিং। সেই সঙ্গে ২০১২ সালের পর আবার জাতীয় দলে জায়গা পেলেন আদিল খান।
দিল্লিতে কিংস কাপের প্রস্তুতি শিবির নিয়ে খুশি স্টিমাচ। সোমবার সকালে ব্যাঙ্কক থেকে বুরিরামের উদ্দেশ্যে রওনা দেবে ব্লু টাইগাররা। ৫ জুন কুরাকাওয়ের বিরুদ্ধে কিংস কাপের প্রথম ম্যাচে মাঠে নামবেন সুনীলরা।
After the final training session before their departure to Thailand for the #KingsCup , the #BlueTigers enjoyed a team dinner in Delhi #IndianFootball #BackTheBlue pic.twitter.com/e5BVd7nsya
— Indian Football Team (@IndianFootball) June 1, 2019
এক নজরে কিংস কাপের ভারতীয় দল দেখে নিন -
গোলকিপার- গুরপ্রীত সিং সিন্ধু, অমরিন্দর সিং, কমলজিত্ সিং।
ডিফেন্ডার- প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্ঘান, আদিল খান, শুভাশিস বোস।
মিডফিল্ডার - উদন্ত সিং, জ্যাকিচাঁদ সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, অনিরুদ্ধ থাপা, রেনিয়ার ফার্নান্ডেজ, প্রণয় হালদার, ভিনিথ রাই, সাহাল আব্দুল, অমরজিত্ সিং, লাললিনজুলা ছাঙতে, মাইকেল সুসাইরাজ।
ফরোয়ার্ড- বলবন্ত সিং, সুনীল ছেত্রী, ফারুক চৌধুরি, মনভীর সিং।