মোহনবাগানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন সুভাষ ভৌমিক
শেষ পর্যন্ত মোহনবাগানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন সুভাষ ভৌমিক। চুক্তি অনুযায়ী ক্লাবের থেকে প্রাপ্য অর্থ না পাওয়ায় আইনের দ্বারস্থ হলেন সবুজ-মেরুনের প্রাক্তন টিডি। গত বছর ডিসেম্বরের শুরুতে ক্লাবের টিডির পদ থেকে সুভাষকে সরিয়ে দেয় মোহনবাগান কর্তারা।
ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত মোহনবাগানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন সুভাষ ভৌমিক। চুক্তি অনুযায়ী ক্লাবের থেকে প্রাপ্য অর্থ না পাওয়ায় আইনের দ্বারস্থ হলেন সবুজ-মেরুনের প্রাক্তন টিডি। গত বছর ডিসেম্বরের শুরুতে ক্লাবের টিডির পদ থেকে সুভাষকে সরিয়ে দেয় মোহনবাগান কর্তারা।
বুধবার সাংবাদিক সম্মেলন করে সুভাষ দাবি করেন, ক্লাবের থেকে এখনও পাঁচ লক্ষ ৭৯ হাজার টাকা পান তিনি। যদিও বাগান কর্তাদের দাবি ক্লাব থেকে সুভাষ তিন লক্ষ ৮৭ হাজার টাকা পান। গত ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কথা থাকলেও সুভাষকে দিতে পারেনি কর্তারা। একই সঙ্গে যে কারণ দেখিয়ে তাকে টিডির পদ থেকে সরিয়ে দেওয়া হয় সে নিয়েও ক্ষোভ উগড়ে দেন সুভাষ। জোড়া কারণের জন্য শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ বাগানের প্রাক্তন টিডি।