সুনীলের মুকুটে নতুন পালক

সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য মনোনীত হলেন সুনীল গাভাসকর। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি দেওয়া হল গাভাসকরকে। গাভাসকরের হাতে একটি ট্রফি ও পঁচিশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে। গাভাসকর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একশোটি টেস্ট ম্যাচ খেলার ও দশ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছিলেন।

Updated By: Oct 25, 2012, 10:13 PM IST

সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য মনোনীত হলেন সুনীল গাভাসকর। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি দেওয়া হল গাভাসকরকে। গাভাসকরের হাতে একটি ট্রফি ও পঁচিশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে। গাভাসকর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার ও দশ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছিলেন।
তিনিই প্রথম ডন ব্র্যাডম্যানের করা ২৯টি শতরানের রেকর্ড ভেঙে দেন। টেস্টে তিনবার দুই ইনিংসে শতরান করারও কৃতিত্ব দেখিয়েছিলেন সানি। প্রথম বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন তিনি।

.