নিজস্ব প্রতিবেদন: কোটলা টেস্ট ড্র হওয়ার পর ভারতের ফিল্ডিংয়ের দিকে আঙুল তুললেন সুনীল গাভাসকর। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্টে বেশ কয়েকটি সহজ ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা। কিন্তু তার থেকেও গ্রাউন্ডস ফিল্ডিংয়ে যেভাবে ভারতীয় ফিল্ডাররা অতিরিক্ত রান দিয়েছেন তাতে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ক্রিকেটে 'না', হকিতে 'হ্যাঁ'! ভারতে পাকিস্তান খেলতে পারবে, অনুমতি দিল সরকার


সানি দুজন ভারতীয় ফিল্ডারের দিকে আলাদাভাবে আঙুল তুলেছেন। চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্রন অশ্বিনের ফিল্ডিং নিয়ে বেজায় বিরক্ত সানি। তিনি পূজারাকে হ্যান্ড ব্রেক চালিত গাড়ির সঙ্গে তুলনা করেছেন। আর অশ্বিনের ব্যাপারে সানির মত হল আগের থেকে উন্নতি করলেও আন্তর্জাতিক মানের ফিল্ডার নন রবিচন্দ্রন।


আরও পড়ুন- 'জীবন ঝুঁকি নিয়ে খেলতে নেমেছে ক্রিকেটাররা', দিল্লি দূষণে রিপোর্ট ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের