আইপিএল জেতার তিন রহস্য ফাঁস রায়নার
আইপিএলের দুনিয়ায় ঢুকে পড়ে স্বমহিমায় গুজরাট লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না। পুরনো ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসকে মিস করলেও রায়না নতুন শুরু করতে চাইছেন। ভারতের বাঁ হাতি এই তারকা ব্যাটসম্যান বলছেন, ধোনির সঙ্গে তার কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। তিনি শুধু কাপ জয়ের লক্ষ্যে নামছেন। চেন্নাইয়ের ভালবাসা তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান রায়না। নিজে ফর্মের মধ্যে না থাকলেও চিন্তায় নেই বলে জানিয়েছেন। আইপিএলে তাঁর স্ট্র্যাটেজি কী হবে জিজ্ঞাসা করলে রায়নার সটান জবাব, 'জাস্ট যাও, আর মারো' ('Just go out there and smash')। আইপিএল জেতার তিনটে চাবিকাঠির কথাও বললেন রায়না--সেগুলি হল
১) ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে--রায়না বললেন, ভয়ডরহীন ক্রিকেট না খেললে আইপিএল জেতা যাবে না। কারণ এখানে দলগুলির মধ্যে ফারাক উনিশ বিশ। সেখানে সাহসী ক্রিকেট না খেললে জেতা যায় না।
২) ৫০-৫০ ম্যাচ বের করে আনতে হবে-রায়না বললেন, ৫০-৫০ অবস্থায় থাকা ম্যাচ বের করতেই হবে। তার জন্য দলের মধ্যে থাকা চাই এক্স ফ্যাক্টর।
৩) খারাপ দিনকে স্বীকার করে নিতে হবে, ভাল দিনটা পুরো ব্যবহার করতে হবে