Tokyo Olympics 2020: রেকর্ড করে হিটে ২ নম্বরে শেষ করলেন ভারতীয় সাঁতারু Sajan Prakash

লড়েও পারলেন না সজন।

Updated By: Jul 29, 2021, 05:31 PM IST
Tokyo Olympics 2020: রেকর্ড করে হিটে ২ নম্বরে শেষ করলেন ভারতীয় সাঁতারু Sajan Prakash

নিজস্ব প্রতিবেদন: ১০০ মিটার বাটারফ্লাইতে হিটে ২ নম্বরে শেষ করলেন সজন প্রকাশ (Sajan Prakash)।  বৃহস্পতিবার ২৭ বছরের সজন ৫৩.৪৫ সেকেন্ডে শেষ করলেন। প্রথম হওয়া ঘানার আবেকু জ্যাকসনের থেকে কয়েক সেকেন্ডের ফারাক সজনের। আবেকু সময় নেন ৫৩.৩৯ সেকেন্ড। 

অঙ্কুর পসেরিয়ার পর দ্বিতীয় ভারতীয় সাঁতারু হিসেবে সজন অলিম্পিক্সের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে শেষ করলেন। ২০০৮ বেজিং অলিম্পিক্সে অঙ্কুর ৫৭ নম্বরে শেষ করেন। এদিন ২৭ বছরের কেরলের সাঁতারু ৫৫ জনের মধ্যে ৪৬ নম্বরে থামেন। প্রথম ১৬ জন সাঁতারুই সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবেন। যদিও সজন প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে দু'টি অলিম্পিক্সে অংশ নেওয়ার মাইলস্টোন তৈরি করেন। এর আগে ভারতের তিন সাঁতারু প্রকাশ, শ্রীহরি নটরাজ ও মান্না প্যাটেল হতাশাজনক পারফরম্যান্সের পর টোকিও থেকে দেশে ফিরে আসেন।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: হৃদয়ভঙ্গ দেশবাসীর, হেরে গেলেন Mary Kom

গত জুনে রোমের সেটে কোলি ট্রফিতে (Sette Colli Trophy) ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সজন শেষ করেছিলেন ১:৫৬:৩৮ সেকেন্ডে যা একই সঙ্গে নতুন জাতীয় রেকর্ড ও অলিম্পিক 'এ' কাট মানদণ্ড। প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে সজন  টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.