টি ২০ বিশ্বকাপের থিম সঙ `চার ছক্কা হইহই, বল গড়াইয়া গেল কই` একেবারে সুপারহিট

ভারতের বিশ্বকাপের `দে ঘুমাকে`র জবাব দিল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের `বল গড়াইয়া`। এবারের আসন্ন টি ২০ বিশ্বকাপে ক্রিকেটের থিম সং হল `চার ছক্কা হইহই, বল গড়াইয়ে গেল কই’। রেফায়াত আহমেদ ও অনম বিশ্বাসের কথায় গানটিতে সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও কৌশিক।

Updated By: Feb 26, 2014, 10:41 AM IST

ভারতের বিশ্বকাপের `দে ঘুমাকে`র জবাব দিল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের `বল গড়াইয়া`। এবারের আসন্ন টি ২০ বিশ্বকাপে ক্রিকেটের থিম সং বাঙলায়। সৌজন্যে বাংলদেশ। থিম সঙটি হল `চার ছক্কা হইহই, বল গড়াইয়ে গেল কই’। রেফায়াত আহমেদ ও অনম বিশ্বাসের কথায় গানটিতে সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও কৌশিক।
ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই করা হয়েছে থিম সংটির লিরিক।

ইউ টিউবে এই গানটি বেশ হিট করেছে। ২০১০ বিশ্বকাপ ফুটবলে শাকিরার `ওয়াকা ওয়াকা` বিশ্বব্যাপি জনপ্রিয়তা পায়। এরপর ২০১১ ক্রিকেট বিশ্বকাপের থিম সং শঙ্কর-এহসান-লয়ের `দে ঘুমাকে`ও বেশ জনপ্রিয় হয়। কিন্তু একেবারে বাংলায় এমন একটা থিম সং শুনতে দারুণ লাগছে। দেখুন নিচের ভিডিওতে সেই গানটি।

এ বছরের টি ২০ বিশ্বকাপ শুরু হচ্ছে বাংলাদেশে, ১৬ মার্চ থেকে। ফাইনাল ৬ এপ্রিল।

গানটির কথা:

তিন ঘণ্টার অ্যাকশন সিক্সটিন সিক্সটিন

ক্রিকেট ক্রেজি নেশনস, হাউ এক্সাইটিং

স্টেডিয়াম ওয়েটিং, টেনশান টেনশান

ঢিং ঢিটাং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

ব্লকবাস্টার কাপ ওয়েটিং কাপ ওয়েটিং

স্টেডিয়াম শাউটিং বুমবাস্টিং রকিং

নো মোর টিয়ারিং এভরিবডি হিয়ারিং

ব্যাটে বলে জমবে লড়াই খুশির সীমা নাই

দেখবে দুনিয়া চলবে খেলা একই সাথে সবাই

নাই নাই বাধা যে নাই

যাই যাই এগিয়ে যাই

চলো সবাই একই সাথে বিজয় নিশান উড়াই

ঢিং ঢিটাং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

ব্যাটে বলে রেষারেষি সবই হবে বেশি বেশি

হারা জেতা রাগারাগি সব ফূর্তি ভাগাভাগি

এমন নিয়ম ব্লক বাস্টার

কেউ দেখেনি আগে এভার

আমার চোখে দেখে পৃথিবী বাংলাদেশ ওই জাগে

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

চার ছক্কা হইহই বল গড়াইয়া গেল কই

.