ICC Most Valuable Team: বিশ্বকাপের একাদশে নেই কোনও ভারতীয়! ক্যাপ্টেন Babar Azam

বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক হয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম।

Updated By: Nov 15, 2021, 05:02 PM IST
ICC Most Valuable Team: বিশ্বকাপের একাদশে নেই কোনও ভারতীয়! ক্যাপ্টেন  Babar Azam
বাবর আজম

নিজস্ব প্রতিবেদন: আইসিসি বেছে নিল 'মোস্ট ভ্যালুয়েবল টিম' (ICC Most Valuable Team)। অর্থাৎ টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ (T20 World Cup 2021) বেছে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই দলে ঠাঁই পেলেন না ভারত থেকে একজন ক্রিকেটারও। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া দলের তালিকাতেই ছিল বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোং।

বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক হয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia), রানার্স নিউজিল্যান্ড (New Zealand) সেমিফাইনালিস্ট ইংল্যান্ড (England) ও পাকিস্তান (Pakistan) ছাড়াও 'মোস্ট ভ্যালুয়েবল টিম' তৈরি হয়েছে শ্রীলঙ্কা ( Sri Lanka) ও দক্ষিণ আফ্রিকা ( South Africa) দল নিয়ে। আইসিসি-র নির্বাচক কমিটির মধ্যে ছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, ন্যাটালি জার্মানোস, শেন ওয়াটসন। ছিলেন সাংবাদিক লরেন্স বুথ ও শাহিদ হাশমি।

আরও পড়ুন: Rashid Khan: তাঁর 'মামা' Kane, 'কাকা' Warner! জানালেন রশিদ খান

আইসিসি 'মোস্ট ভ্যালুয়েবল টিম'

১) ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ২৮৯ রান
২) জস বাটলার (উইকেটরক্ষক) (ইংল্যান্ড) ২৬৯ রান, পাঁচটি আউটও করান
৩) বাবর আজম (ক্যাপ্টেন, পাকিস্তান) ৩০৩ রান
৪) আইডেন মাকরম (দক্ষিণ আফ্রিকা) ১৬২ রান
৫) মঈন আলি (ইংল্যান্ড) ৯২ রান, ৭ উইকেট
৬) ওয়ানিন্দু হাসারঙ্গা (শ্রীলঙ্কা) ১৬ উইকেট
৭) চরিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা) ২৩১ রান
৮) অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ১৩ উইকেট
৯) জোশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ১১ উইকেট
১০) ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ১৩ উইকেট
১১) অ্যানরিক নোকিয়া (দক্ষিণ আফ্রিকা) ৯ উইকেট

দ্বাদশ ব্যক্তি: শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ৭ উইকেট
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.