Weather Update: সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস! জাঁকিয়ে শীতের স্পেল শুরুর আগেই কি শেষ?

Weather Update: কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা। ঘন কুয়াশার সতর্কতা বেশ কিছু জেলাতে।

Updated By: Dec 16, 2024, 06:24 PM IST
Weather Update: সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস! জাঁকিয়ে শীতের স্পেল শুরুর আগেই কি শেষ?

অয়ন ঘোষাল: শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা কোথাও খুব হালকা। দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। 

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই সকালের দিকে। আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে ঘন কুয়াশা সতর্কবার্তা। আগামীকাল ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা তে। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে। আজ ঘন কুয়াশার সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।

আগামী দুদিন তাপমাত্রা বাড়বে উত্তর এবং দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতে। আগামী দু'দিনে দুই থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলাতে। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন, Malbazar: সাবধান, ৪০ হাজার টাকা বেতনের 'অফার'! দালাল চক্রের ফাঁদে প্রতারিত মহিলার ভয়ংকর অভিজ্ঞতা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.