Bhuvneshwar Kumar, ICC T20 World Cup 2022: এশিয়া কাপের অন্ধকার কাটিয়ে কীভাবে ফিরে এলেন? জানালেন ভুবনেশ্বর

এশিয়া কাপে ভুবি একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে সম্পূর্ণ নিজের জেদ ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে চোট সারিয়ে আবার নীল জার্সি গায়ে তুলে নিতে পেরেছেন। 

Updated By: Oct 28, 2022, 08:21 PM IST
Bhuvneshwar Kumar, ICC T20 World Cup 2022: এশিয়া কাপের অন্ধকার কাটিয়ে কীভাবে ফিরে এলেন? জানালেন ভুবনেশ্বর
এশিয়া কাপের অন্ধকার কাটিয়ে ফিরে এসেছেন ভুবনেশ্বর কুমার। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2022) ডেথ ওভারে ব্যর্থ হয়েছিলেন। এরমধ্যে আবার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোটের জন্য ছিটকে যাওয়া। স্বভাবতই প্রশ্ন উঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) আদৌ ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) সেরা ছন্দে দেখা যাবে তো! তবে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেললেও নজর কেড়েছেন টিম ইন্ডিয়ার (Team India) এই সিনিয়র পেসার। গত দুই ম্যাচে মোট ৭ ওভার বল করেছেন। এরমধ্যে বিপক্ষকে ৩১টি 'ডট বল' উপহার দিয়েছেন ভুবি। 

কিন্তু কীভাবে তিনি চাপ কাটিয়ে ফিরে এলেন? ভুবি বলছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গিয়েছিলাম। কারণ সোশ্যাল মিডিয়ার জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। ফলে কে আমার সম্পর্কে কী লিখছেন সেটা জানতেই পারিনি।' 

আরও পড়ুন: Sourav Ganguly, India Women Cricketers: কীভাবে জানতে পেরেছিলেন বেতনসাম্যের কথা? জানালেন প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: Team India, Shoaib Akhtar: পাক হারের হতাশা, রোহিত-বিরাটের ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস', দেখুন ভিডিয়ো

এশিয়া কাপে ভুবি একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে সম্পূর্ণ নিজের জেদ ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে চোট সারিয়ে আবার নীল জার্সি গায়ে তুলে নিতে পেরেছেন। তিনি যোগ করেন, 'আমি এই প্রতিযোগিতায় ভালো ফল করার জন্যই মুখিয়ে ছিলাম। আর সেটাই প্রতি ম্যাচে করতে চাই। প্রচারমাধ্যম, ধারাভাষ্যকাররা অনেক কিছুই বলবেন। লিখবেন। তবে আমি ইতিবাচক কিংবা নেতিবাচক প্রচারকে গুরুত্ব দিতে রাজি নই।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)       

.