দলে জায়গা হল না হরভজন সিংয়ের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টর জন্য পনেরো সদস্যের ভারতীয় দলের নাম ঘোষিত হল। এদিনের বৈঠকে ধোনির ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তাঁকে বিশ্রাম দেননি নির্বাচকরা। কলকাতায় দল নির্বাচনী বৈঠকে নির্বাচকরা অভিজ্ঞ এবং তারুণ্যের সংমিশ্রনে দল গড়লেন।

Updated By: Oct 28, 2011, 11:45 PM IST

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টর জন্য পনেরো সদস্যের ভারতীয় দলের নাম ঘোষিত হল। এদিনের বৈঠকে ধোনির ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তাঁকে বিশ্রাম দেননি নির্বাচকরা। কলকাতায় দল নির্বাচনী বৈঠকে নির্বাচকরা অভিজ্ঞ এবং তারুণ্যের সংমিশ্রনে দল গড়লেন। দলে রয়েছেন সচিন তেন্ডুলকর, সেওয়াগ, ধোনি, গৌতম গম্ভীর, ভিভি এস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের মত অভিজ্ঞ ক্রিকেটার। তেমনই দলে রয়েছেন আজিঙ্কা রাহানে, উমেশ যাদব, আর অশ্বিন, বরুন অ্যারণ,রাহুল শর্মার মত তরুণ ক্রিকেটার। এ ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, যুবরাজ সিং, প্রজ্ঞান ওঝা, ইশান্ত শর্মা। দলে জায়গা পাননি হরভজন সিং। বৈঠকে ঋদ্ধিমান সাহার নাম আলোচিত হলেও এক উইকেটরক্ষক রাখার সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে দলে রাখেননি নির্বাচকরা।

.