কিউইদের বিরুদ্ধে চমকহীন দলই গড়লেন ভারতীয় নির্বাচকরা, গম্ভীর ব্রাতই, শিখর-রোহিতেই আস্থা

চমকের আশা খুব একটা ছিল না। হলও না। শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মাদের উপর আস্থা রেখেই কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল গড়া হল। ১৫ জনের দলে তিনটে নাম নিয়ে লড়াই ছিল। সেখানে ওপেনার হিসেবে মুরলী বিজয়, লোকেশ রাহুলের পাশাপাশি শিখর ধাওয়ানকেই নেওয়া হল।

Updated By: Sep 12, 2016, 01:07 PM IST
কিউইদের বিরুদ্ধে চমকহীন দলই গড়লেন ভারতীয় নির্বাচকরা, গম্ভীর ব্রাতই, শিখর-রোহিতেই আস্থা

ওয়েব ডেস্ক: চমকের আশা খুব একটা ছিল না। হলও না। শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মাদের উপর আস্থা রেখেই কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল গড়া হল। ১৫ জনের দলে তিনটে নাম নিয়ে লড়াই ছিল। সেখানে ওপেনার হিসেবে মুরলী বিজয়, লোকেশ রাহুলের পাশাপাশি শিখর ধাওয়ানকেই নেওয়া হল। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয়ী দলে থাকা স্টুয়ার্ট বিনি, আর শার্দুল ঠাকুরকে দলে রাখা হয়নি। তা ছাড়া একই দল রাখা হয়েছে।

ক্যারিবিয়ানে টেস্টে সিরিজে ভাল খেলায় এ যাত্রায় গম্ভীরদের দরজা বন্ধ হয়ে গেল শিখর ধাওয়ানের কাছে। অন্যদিকে, সেই রোহিত শর্মার প্রতিভার উপর আস্থা রেখে ফের তাঁকেই সুযোগ দেওয়া হল। কুলদীপ যাদবকে নয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা কোচ কুম্বলের ভোট পেয়ে কিউই সিরিজে থাকলেন। বাকি নামগুলো প্রত্যাশিত।  দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে অশ্বিন, অমিত। চার পেসার হিসে আছেন ইশান্ত, ভূবি, উমেশ, সামি।  উইকেটের পিছনে থাকছেন বাংলার ঋদ্ধিমান সাহা।

আরও পড়ুন- এই বোলার মহাশয় তাঁর শেষ দশ বলে দিয়েছেন ৪০ রান

কানপুরে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন টেস্টের সিরিজ। ২০ সেপ্টেম্বর ইডেনে দ্বিতীয় টেস্ট।

১৫ জনের দল-- বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, উমেশ যাদব।

.