আইপিএলে সেওয়াগদের দল এবার আই লিগে খেলবে!
দিল্লি ডেয়ারডেভিলসের কর্ণধারের ফুটবল দলকে আই লিগে খেলতে দেখা যেতে পারে। দিল্লি ডেয়ারডেভিলসের কর্ণধার জিএমআর (GMR) গ্রুপ। আই লিগে দল কেনার জন্য দরপত্র তুলেছে এই সংস্থাটি। এখনও পর্যন্ত ছটি সংস্থা দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছে।
দিল্লি ডেয়ারডেভিলসের কর্ণধারের ফুটবল দলকে আই লিগে খেলতে দেখা যেতে পারে। দিল্লি ডেয়ারডেভিলসের কর্ণধার জিএমআর (GMR) গ্রুপ। আই লিগে দল কেনার জন্য দরপত্র তুলেছে এই সংস্থাটি। এখনও পর্যন্ত ছটি সংস্থা দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছে।
জিএমআর- গ্রুপের মতই জিন্দাল গোষ্ঠীর মত সংস্থাও আই লিগে দল কিনতে আগ্রহী। আই লিগের দল কেনার দৌড়ে আছে কেরালার দুটি সংস্থা। তাদের মধ্যে অন্যতম হল কেরালার ফুটবল ক্লাব ঈগল এফ সি।
এই দলটির ম্যানেজার জো পল আনচেরি। স্টেডিয়াম নির্মাণকারী একটি সংস্থাও আই লিগের দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। নয় মে আই লিগের দল কেনার জন্য বিড জমা দেওয়ার শেষ দিন। ফেডারেশন চাইছে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নিতে। দলগুলি হবে সম্ভবত চেন্নাই বা বেঙ্গালুরু, দিল্লি আর মুম্বইয়ের।