লর্ডসের বাইশ গজে ফের দ্বৈরথে সচিন-ওয়ার্ন

বাইশ গজে ফিরছে কিংবদন্তি লড়াই। লর্ডস ক্রিকেট মাঠের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে পালিত হচ্ছে এক প্রদর্শনী ম্যাচ। সেই ম্যাচ সম্মুখসমরে সচিন তেন্ডুলকর ও শেন ওয়ার্ন। লর্ডসের ২০০ বছরের জন্মদিনের বিশেষ ম্যাচে মুখোমুখি মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও অবশিষ্ট বিশ্ব একাদশ। আগামী ৫ জুলাই, প্রদর্শনী ম্যাচে মুখোমুখি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক এমসিসি ও অবশিষ্ট বিশ্ব একাদশ।

Updated By: Feb 6, 2014, 12:33 PM IST

বাইশ গজে ফিরছে কিংবদন্তি লড়াই। লর্ডস ক্রিকেট মাঠের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে পালিত হচ্ছে এক প্রদর্শনী ম্যাচ। সেই ম্যাচ সম্মুখসমরে সচিন তেন্ডুলকর ও শেন ওয়ার্ন। লর্ডসের ২০০ বছরের জন্মদিনের বিশেষ ম্যাচে মুখোমুখি মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও অবশিষ্ট বিশ্ব একাদশ। আগামী ৫ জুলাই, প্রদর্শনী ম্যাচে মুখোমুখি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক এমসিসি ও অবশিষ্ট বিশ্ব একাদশ।

এমসিসি দলকে নেতৃত্ব দেবেন সচিন। অন্যদিকে, অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়ক হচ্ছেন ওয়ার্ন। ৫০ ওভারের এই ম্যাচে সচিনের দলে থাকবেন রাহুল দ্রাবিড়ও। সঙ্গে আরও বেশ কয়েকজন বিখ্যাত ক্রিকেটারকে খেলতে দেখা যেতে পারে।

প্রসঙ্গত, ২০১০ সালে সচিনকে
এমসিসি-র আজীবন সাম্মানিক সদস্য পদ দেওয়া হয়।

এই খবরের প্রতিক্রিয়ায় সচিন বলেছেন, খুব সম্মানিত বোধ করছি। ওয়ার্ন বলছেন, সচিনের দলের বিরুদ্ধে খেলতে হবে ভেবে এখন থেকেই বেশ গা গরম লাগছে।

----------------

সচিন যা বললেন-- "Lord`s is such a special place to play cricket and I am very much looking forward to helping celebrate its bicentenary by taking part in this match."I was delighted to be presented with an MCC Honorary Life Membership in 2010, and it will be a privilege to play at the `home of cricket` once again."
ওয়ার্ন যা বললেন-- "I`m sure the match will be a lot of fun and it will be a pleasure to be part of the bicentenary celebrations of the most famous cricket ground in the world."

.