2011 WC Final খেলা শ্রীলঙ্কার ক্রিকেটার এখন বাস চালাচ্ছেন অস্ট্রেলিয়ায়!

রন্দিভ ছাড়াও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার চিন্তকা নমস্তে ও নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ওয়াডিংটন মায়েঙ্গারা মেলবোর্নের বাস চালক এখন।

Updated By: Aug 25, 2021, 12:39 PM IST
2011 WC Final খেলা শ্রীলঙ্কার ক্রিকেটার এখন বাস চালাচ্ছেন অস্ট্রেলিয়ায়!

নিজস্ব প্রতিবেদন: কপাল! ওই তিন আঙুলেই লেখা থাকে সবটা। ভাগ্যের এমনই পরিহাস যে, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারকে এখন বাস চালাতে হচ্ছে দিন যাপনের জন্য। অথচ ১০ বছর আগেও তিনি ভাবেননি যে, এমন দিন দেখতে হবে। ২০১১ সালে এমএস ধোনির ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল (2011 WC Final) খেলেছিলেন শ্রীলঙ্কার অফস্পিনার সুরজ রন্দিভ (Suraj Randiv)। আজ কপাল ফেরে তিনি অস্ট্রেলিয়ার বাস ড্রাইভার! পেট চালাতে এই কাজই বেছে নিয়েছেন তিনি। রন্দিভ ছাড়াও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার চিন্তকা নমস্তে ও নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ওয়াডিংটন মায়েঙ্গারা মেলবোর্নের বাস চালক এখন।

আরও পড়ুন:  ম্যাচের যে কোনও পর্যায়ে যাকে খুশি আউট করতে পারে Siraj: Virat Kohli

৩৬ বছরের রন্দিভ দ্বীপরাষ্ট্রের হয়ে ১২টি টেস্ট (৪৩টি উইকেট), ৩১টি ওয়ানডে (৩৬টি উইকেট) ও ৭টি আন্তর্জাতিক টি-২০ (৭ উইকেট) খেলেছেন। রন্দিভ একবার টেস্টে পাঁচ উইকেটও পান। শুধু দেশের হয়েই নয়, রন্দিভ এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে ২ মরসুম আইপিএল খেলেছেন। ৮ ম্য়াচে পেয়েছেন ৬ উইকেট। যদিও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি রন্দিভ। অস্ট্রেলিয়ায় ডানডেনং ক্লাবের হয়ে জেলা পর্যায় ক্রিকেট খেলছেন। রিপোর্ট বলছে রন্দিভকে নাকি ক্রিকেট অস্ট্রেলিয়া আসন্ন বর্ডার-গাভাস্কর ট্রফিতে নেট বোলার হিসেবে ডেকেছে।

  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)