Tokyo Olympics 2020: অলিম্পিক্সে না! নাম প্রত্যাহার করলেন Angelique Kerber

গতবার রিও অলিম্পিক্সে রুপো জয়ী কার্বার এবার আর টোকিও যাচ্ছেন না।

Updated By: Jul 15, 2021, 07:47 PM IST
Tokyo Olympics 2020: অলিম্পিক্সে না! নাম প্রত্যাহার করলেন Angelique Kerber

নিজস্ব প্রতিবেদন: জার্মান থেকে জাপান যাচ্ছেন না অ্যাঞ্জেলিক কার্বার (Angelique Kerber)। আসন্ন টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে নাম প্রত্যাহার করে নিলেন তিনি। গতবার রিও অলিম্পিক্সে রুপো জয়ী কার্বার জানিয়েছেন যে, বিগত কয়েক সপ্তাহে তিনি খেলার ধকলে ভীষণ ক্লান্ত। ফলে শরীরকে বিশ্রাম দেওয়ার জন্যই টোকিও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী জার্মান টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন: অলিম্পিক থেকে সরলেন আরও এক টেনিস তারকা, নাম প্রত্যাহার Federer-র

কার্বার টুইটারে এক বিবৃতিতে জানিয়েছেন, "জার্মানির হয়ে লন্ডল (২০১২) ও রিও (২০১৬) অলিম্পিক্স প্রতিনিধিত্ব করার স্মৃতি আমার কেরিয়ারে অন্যতম প্রিয়। এটা ভেবেই আমি হতাশ হয়ে যাচ্ছি যে, আমার শরীর আর দিচ্ছে না বলে আমাকে বিশ্রাম নিতে হবে। শেষ কয়েক সপ্তাহ কঠিন টেনিস খেলার পর ফের আমি দ্রুত সেরে উঠতে চাই। আসন্ন গ্রীষ্মে পরবর্তী টুর্নামেন্টে নামার কথা ভেবেই টোকিও যাচ্ছি না। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। সকল জার্মান অ্যাথলিটদের জানাই গুড লাক। টোকিও আমি তোমাকে মিস করব।" ৩৩ বছরের কের্বার ঘাসের কোর্টে টানা টেনিস খেলেছেন। উইম্বলডন সেমি ফাইনালে ওঠা ছাড়াও আরও দুটি টুর্নামেন্ট খেলেছেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.