Tokyo Olympics: হাঁটুর চোটে কাবু Carolina Marin, অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন গতবারের চ্যাম্পিয়ন

২০১৯-২০ মরসুম থেকেই ক্যারোলিনা মারিন ভুগছেন হাঁটুর চোটে।

Updated By: Jun 1, 2021, 07:14 PM IST
Tokyo Olympics: হাঁটুর চোটে কাবু Carolina Marin, অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন গতবারের চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদন: ব্যাডমিন্টন ফ্যানেদের জন্য দুঃসংবাদ। গতবারের চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন (Carolina Marin) এবার আর টোকিও অলিম্পিক্সে অংশ নিতে পারবেন না। ভয়ঙ্কর হাঁটুর চোটে কাবু তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। হাঁটুতে অস্ত্রোপচার করাবেন মারিন। ফলে এবারের মতো আর অলিম্পিক্স স্বপ্নভঙ্গ স্পেনের হুয়েলভা শহরের বছর সাতাশের বাসিন্দার। মঙ্গলবার টুইট করেই অলিম্পিক্সে অংশ না নেওয়ার বার্তা দেন রিও অলিম্পিক্সের 'সোনা'র মেয়ে। তিনি জানান বাঁ পায়ের অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্টে (এসিএল) ছিঁড়ে গিয়েছে। ওই হাঁটুর দুটো মেনিস্কাস গভীর ভাবে জখম হয়েছে। 

আরও পড়ুন: 'বোন'কে বিয়ে করছেন Babar Azam! তাঁর বিরুদ্ধে রয়েছে যৌন নির্যাতনের অভিযোগ, সমস্যায় পড়বেন না তো ক্যাপ্টেন?

মারিনের এই চোট কিন্তু প্রথম নয়, এর আগেও ২০১৯-২০ মরসুম থেকেই তিনি এসিএলের-র চোট-আঘাতে জর্জরিত। এই বাঁ-হাঁটুর চোটই তাঁকে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে দিয়েছিল। অস্ত্রোপচারের পর রিহ্যাব করিয়ে ফের কোর্টে ফিরেছিলেন। কিন্তু সেই এসিএল-এর চোটই আবার ভোগাচ্ছে প্রাক্তন এক নম্বর তারকাকে। কয়েক দিন আগে অনুশীলন করার সময় ফের চোট পান তিনি। ফলে বাধ্য হয়েই অস্ত্রোপচারের পথে হাঁটছেন অলিম্পিক্স থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.