Tokyo Paralympics 2020: ব্যাডমিন্টনে দেশকে সোনা এনে দিলেন Krishna Nagar

ফের সোনা ভারতের!

Updated By: Sep 5, 2021, 10:39 AM IST
Tokyo Paralympics 2020: ব্যাডমিন্টনে দেশকে সোনা এনে দিলেন Krishna Nagar

নিজস্ব প্রতিবেদন: টোকিও প্যারালিম্পিক্সের (Tokyo Paralympics 2020) শেষ দিনেও ভারতের পদক বন্যা অব্যাহত। রবির সকালে ফের সুখবর। রুপোর পর এবার চলে এল সোনা। সৌজন্যে কৃষ্ণ নাগার (Krishna Nagar)। এবার ব্যাডমিন্টনের এসএইচ সিক্স ফাইনালে দেশকে সোনা এনে দিলেন নাগার। হংকংয়ের চু মান কাইকে হারিয়ে দিলেন কৃষ্ণ। তাঁর পক্ষে ফল ২১-১৭, ১৬-২১, ২১-১৭। টোকিওতে ভারতের পঞ্চম সোনা চলে এল। পাঁচটি সোনা, আটটি রুপো ও ছয়টি ব্রোঞ্জ নিয়ে এই মুহূর্তে প্যারালিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ১৯। 

আরও পড়ুন: Tokyo Paralympics 2020: ভারতের ঝুলিতে আরও এক পদক, ব্যাডমিন্টনে রুপো নয়ডার DM-এর

এদিন সকালে ব্যাডমিন্টনেই দেশকে রুপো এনে দিয়েছিলেন সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj )। আইএস অফিসার ও জেলা শাসক ইয়াথিরাজ  ফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী লুকাস মাজুরকে হারান তিনি। চু মান কাইয়ের বিরুদ্ধে এর শেষ তিনবারের সাক্ষাতে জোড়া ম্যাচ জিতেছিলেন বিশ্বের দুই নম্বর শাটলার নাগার। এদিন ম্যাচের শুরুতেই হাড্ডাহাড্ডি  প্রথম গেমে চু পিছিয়ে যান ১৬-১২ তে এগিয়ে যান হংকংয়ের শাটলার। তবে সাত পয়েন্ট জিতে ২১-১৭ তে প্রথম গেম তুলে নেন নাগার। দ্বিতীয় গেমেও একই দৃশ্য় দেখা যায়।তৃতীয় সেটে নাগার প্রত্যাবর্তন করে স্কোর ৭-৬ করেন চু। শেষে ২১-১৭ ব্যবধানে গেম ও ভারতের ঝুলিতে পাঁচ নম্বর সোনাটি ভরে দেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.