চোট সারিয়ে অবশেষে ফিরছেন টোলগে

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শহরে ফিরছেন টোলগে ওজবে ।আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় আসছেন অসি স্ট্রাইকার। পুণেয় হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। তারপর চোট সারাতে দেশে ফিরে যান তিনি। এখন অবশ্য অনেকটাই সুস্থ টোলগে। যদিও এখনও অনুশীলন শুরু করেননি তিনি। ই মেলে টোলগে জানাচ্ছেন কলকাতায় ফেরার আগেই সম্ভবত তিনি অনুশীলন শুরু করে দেবেন। দীর্ঘসময় মাঠের বাইরে রয়েছেন। তবে ইন্টারনেটে নিয়মিত আই লিগের সমস্ত খবরাখবর রাখেন তিনি। দীর্ঘ বিশ্রামের পর চোট কাটিয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

Updated By: Nov 26, 2012, 10:44 PM IST

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শহরে ফিরছেন টোলগে ওজবে ।আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় আসছেন অসি স্ট্রাইকার। পুণেয় হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। তারপর চোট সারাতে দেশে ফিরে যান তিনি। এখন অবশ্য অনেকটাই সুস্থ টোলগে। যদিও এখনও অনুশীলন শুরু করেননি তিনি। ই মেলে টোলগে জানাচ্ছেন কলকাতায় ফেরার আগেই সম্ভবত তিনি অনুশীলন শুরু করে দেবেন। দীর্ঘসময় মাঠের বাইরে রয়েছেন। তবে ইন্টারনেটে নিয়মিত আই লিগের সমস্ত খবরাখবর রাখেন তিনি। দীর্ঘ বিশ্রামের পর চোট কাটিয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছে করিম বেঞ্চিরিফাকে। দল যে স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি, তা মেনে নিচ্ছেন মোহনবাগান কোচ। একইসঙ্গে মরোক্কান কোচ মনে করিয়ে দিচ্ছেন পুণের মাঠের জন্য তাদের স্বাভাবিক খেলা সম্ভব হয়নি। তবে করিম বলছেন,তিনি সবে যোগ দিয়েছেন,তাই এত তাড়াতাড়ি সব কিছু পরিবর্তন সম্ভব নয়। অ্যাওয়ে ম্যাচের চাপ সামলাবার জন্য দলে অভিজ্ঞ ফুটবলারের অভাব রয়েছে।
 
দলে বেশ কয়েকজন ফুটবলারের চোট রয়েছে। তাদের দ্রুত ফেরানোই প্রথম টার্গেট হতে চলেছে মরোক্কান কোচের। ডেম্পো ম্যাচ খেলতে গোয়া পৌঁছল মোহনবাগান। পুণে থেকে মুম্বই হয়ে গোয়ায় পৌঁছয় সবুজ-মেরুন শিবির। রবিবার রাতে ম্যাচ খেলেই সকালে আসতে হয়েছে গোয়ায়। তাই ফুটবলাররা বেশ ক্লান্ত। অল্প সময়ের ব্যবধানে খেলতে হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ডেম্পোর বিরুদ্ধে। কোচ করিমও মানছেন,দলের বেশ কয়েকটা বিষয়ে উন্নতি করতে হবে তাঁকে। মুম্বই এফ সি ম্যাচে চোট পেয়েছিলেন রহিম নবি। তাই ডেম্পোর বিরুদ্ধে নবির খেলা নিয়ে সংশয় রয়েছে।

.