প্রয়াত টনি গ্রেগ

চলে গেলেন কিংবদন্তি ক্রিকেটার, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টনি গ্রেগ। শনিবার সিডনিতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ৬৬ বছরের এই ক্রিকেটার। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছু দিন যাবত তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

Updated By: Dec 29, 2012, 02:32 PM IST

চলে গেলেন কিংবদন্তি ক্রিকেটার, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টনি গ্রেগ। শনিবার সিডনিতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ৬৬ বছরের এই ক্রিকেটার। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছু দিন যাবত তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।
১৯৪৬-এ দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে জন্মগ্রহণ করেন গ্রেগ। বাবা স্কটল্যান্ডের বাসিন্দা হওয়ায় ইংল্যান্ডের জাতীয় দলে খেলার সুযোগ পান। দেশের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন টনি গ্রেগ। আটটি সেঞ্চুরি ও ২০টি অর্ধশত রান নিয়ে তাঁর সংগ্রহে মোট ৩৫৯৯ রান। গড় ৪০.৪৩। তাঁর সর্বোচ্চ সংগ্রহ ১৪৮। টেস্টে বোলার হিসেবে পেয়েছেন ১৪১টি উইকেট।
সত্তরের দশকের ছয় ফুট ছয় ইঞ্চির সুদীর্ঘ এই ক্রিকেটার অবসর গ্রহণের পর অস্ট্রেলিয়ায় থাকতে শুরু করেন। শুরু করেন ধারাভাষ্যকার হিসেবে তাঁর নতুন জীবনেও।
তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে সমগ্র ক্রিকেট মহলে।

.