লাগামছাড়া দিল্লির দূষণ, অসুস্থ হয়ে বমি করেছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার

দিল্লিতে প্রতি বছর এই সময় ভয়ানক বায়ুদূষণ দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে।

Updated By: Nov 6, 2019, 04:05 PM IST
লাগামছাড়া দিল্লির দূষণ, অসুস্থ হয়ে বমি করেছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন : বছর দুয়েক আগের কথা। ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। মাস্ক পরে খেলতে নেমেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সেবারও মাঠে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন লঙ্কার ক্রিকেটাররা। সেবার দিল্লির দূষণের ঘটনা যেন আরও একবার ফিরে এল। এবার শ্রীলঙ্কা বদলে সফররত দল বাংলাদেশ। আর সেদিনের ফিরোজ শাহ কোটলা এখন নাম বদলে হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন দুজন বাংলাদেশী ক্রিকেটার। ম্যাচের মাঝেই অসুস্থ হয়ে বমি করেছিলেন দুজন। জানা গিয়েছে, সেই দুজন বাংলাদেশী ক্রিকেটারের মধ্যে একজন সৌম্য সরকার। 

ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৩৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেছিন সৌম্য। বাংলাদেশের জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যদিও ম্যাচের মাঝে অসুস্থ হয়ে পড়লেও মাঠ ছেড়ে যাননি তিনি। মাঠেই বমি করতে শুরু করেছিলেন সৌম্য। এরপর চিকিত্সকরা মাঠেই সৌম্যর শুশ্রুষা করেন। বাংলাদেশের আরও একজন ক্রিকেটার দূষণের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর। তবে তাঁর নাম জানা যায়নি। দিল্লির দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে ম্যাচ হবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছিল। কিন্তু শেষমেশ খেলা হয়। ম্যাচ শেষে বিসিসিআই সভাপতি দুই দলের ক্রিকেটারদের প্রতিকূলতার মাঝে খেলার জন্য ধন্যবাদ জানান। তবে অনেকেই মনে করছেন, বাংলাদেশের দুই ক্রিকেটারের মাঠে অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি মোটেও ভাল বিজ্ঞাপন নয়। ভবিষ্যতে বছরের এমন সময় খেলার সূচি থাকলে অনেক দলই দিল্লিতে খেলতে রাজি নাও হতে পারে বলে মত অনেকের।

আরও পড়ুন-  IPL 2020: আইপিএলে এবার অতিরিক্ত আম্পায়ার!

দিল্লিতে প্রতি বছর এই সময় ভয়ানক বায়ুদূষণ দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে। দিওয়ালির আগে-পরের সময়টাতে দিল্লির বাতাসে শ্বাস-প্রশ্বাস নেওয়া মুশকিল হয়ে পড়ে। চারপাশ ঢেকে যায় কুয়াশার মতো ধোঁয়ায়। এবার অবশ্য শীত আসার অনেক আগে থেকেই দূষণে জেরবার রাজধানী। 

.