IFA Shield: দুই বাংলাকে মেলাবে ফুটবল, ঐতিহ্যের শিল্ডে এবার বসুন্ধরা!
ভারতীয় ফুটবলে অন্য়তম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ড। আগামী গোড়াতেই শুরু হবে এই টুর্নামেন্ট। কবে? জানুয়ারিতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলের হাত ধরে মেলবন্ধ ঘটতে চলেছে দুই বাংলার। কীভাবে? আগামী বছর আইএফএ শিল্ডে খেলতে দেখা যাবে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আসতে পারে আরও একটি ক্লাব।
আরও পড়ুন: Mohun Bagan Super Giant: সুপার সিক্সের পথে এগোল মেরিনার্স, হৃদয়ে জিতলেন পিয়ারলেস গোলকিপার!
ভারতীয় ফুটবলে অন্য়তম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ড। আগামী গোড়াতেই শুরু হবে এই টুর্নামেন্ট। কবে? জানুয়ারিতে। স্রেফ কলকাতা লিগই নয়, গত ২ মরশুমে আইএফএ শিল্ডেও খেলেনি মোহনবাগান। এবার অবশ্য খেলবে সবুজ-মেরুন।
এদিকে আইএফএ সচিব এখন বাংলাদেশে। এদিন ঢাকায় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ডিরেক্টর আবু হাসান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে আগামী বছর আইএফএ শিল্ডে খেলতে সম্মতি দিয়েছেন ২ ক্লাবের শীর্ষকর্তাই।